
bhoot aar tilottoma, pt. 1 (ভূত আর তিলোত্তমা) - fossils lyrics
ডিলিট করছি তোমার এস এম এস
আমার মগজ থেকে তোমাই করতে নিরুদ্দেশ
ভেবে নিতে পারো আমায় ‘lost case’
সময় আমার কাঁচা তবু মনে পক্ককেশ।
ও ভেবে নিতে পারো আমায় ‘lost case’
সময় আমার কাঁচা তবু মনে পক্ককেশ
প্রিয়তমা কর ট্রমা, দাড়ি’কমা আছে জমা
অসমাপ্ত পরে প্রাপ্ত বাজেয়াপ্ত তর্জমা
মনে আগুন বনে ফাগুন
যেন ভূত আর তিলোত্তমা
বলো কি চাও, বলে উধাও
হয়ে যাও ধৃষ্টতা ক্ষমা (x2)
করো হে।
না করবো না করবো না এই মত
আমার কাটা ঠোঁটে ভাংগা জোটে
একবোজ্ঞা রিমোট কন্ট্রল এ
আর মনটলে কার জটে
বন্ধ বোকা প্রেমের দোকান অনস্বীকার্য..
অনিবার্য..
প্রিয়তমা হয়ে বোমা, যাও ফেটে পড়ো কেটে
ষড়যন্ত্রী তোমার এন্ট্রি প্রহিবিটেড এতো লেটে
ছাড়ো কাব্য পরে ভাববো আপাতত খিদে পেটে
সরি কাকা আরো টাকা
আমার লাগবে দ্রুত রেটে
প্রিয়তমা কর ট্রমা, দাড়ি’কমা আছে জমা
অসমাপ্ত পরে প্রাপ্ত বাজেয়াপ্ত তর্জমা
মনে আগুন বনে ফাগুন
যেন ভূত আর তিলোত্তমা
বলো কি চাও, বলে উধাও
হয়ে যাও ধৃষ্টতা ক্ষমা..
করো হে।
Random Song Lyrics :
- you'll be in my heart - movie soundtrack all stars lyrics
- wanted dead or alive - smith & myers lyrics
- a lot of w's - alano adan lyrics
- prawdziwi pozostaną... - adhd syndrom lyrics
- setting the tone - aikido notion lyrics
- lost - club mix - roger shah lyrics
- ラジオ・デイズ feat. 丸省 and メグ from the millibar3 - dj jet baron lyrics
- shade - the bacon brothers lyrics
- pray - ivany lyrics
- i'm popeye, the sailor man - popeye (billy costello) lyrics