
ami jege thaki - franklin (bd) lyrics
Loading...
ভোর হলো কখন
শুনছি আমি পাখির ডাক
দেখছি আমি
সূর্যাস্তটা
সেই তোমার
দু চোখের আঙিনায়
দুঃসহ আমি
জেগে এই রাত্রি
কতো আধার কতো
স্বপ্ন ঘিরে
ভেসে উঠে তোমার ওই
দুই চোখে
আমাকে আজও বসে
শুনিয়ো তোমার ওই কাহিনী
চাঁদের আলো
জনাক রাতে হাতে হাত রেখে
আমি জেগে থাকি
আনমনে
খুজি আজ বৃষ্টির রাতে
তোমার ওই সুর কণ্ঠ কানে
বেজে উঠে
মেঘের ভেলায়
সেই তারার আকাশে
ছায়া হয়ে
থাকবো আমি তোমার পাশে
রাতের আধার কেটে
সকাল হয়ে
তবু ডুবে তোমার ওই
দুই চোখের মাঝে
আমাকে আজও বসে
শুনিয়ো তোমার ওই কাহিনী
চাঁদের আলো
জনাক রাতে হাতে হাত রেখে
আমি জেগে থাকি
Random Song Lyrics :
- 2pac - sippin' on some henny - dj chop up lyrics
- huh - bv lyrics
- jason mask - pizza click lyrics
- jeg har dem - jamaika lyrics
- mach mir licht - christina rommel lyrics
- êxodo - rappek lyrics
- philomena - foxhoven family singers kids lyrics
- ella - la mara santos, la sensacion del barrio & los rebeldes lyrics
- obsolete - guerlain lyrics
- from "malle puvvu" - s. p. balasubrahmanyam lyrics