
chaya - franklin lyrics
Loading...
কালো এই আধাঁরে
আমি বন্দী
ফেরার পথে যেন
আমি হারিয়ে গেছি
অভিমান করে কেন
আজ ফিরিয়ে দিলে
ক্লান্ত হয়ে আজ
রাত জেগে ভেবেছি
চুপ করে কেন
আমায় দেখো
তুমি ?
হাত বাড়িয়ে
আমায় দিচ্ছ
কি তুমি ?
শুনিয়ে দাও আমার সেই ডাক
ব্যার্থ আমি হবো
আমাকে খুঁজে দাও
কোনও নতুন প্রেম
তোমার সেই হাসি
আজও আমি খুজি
আমাকে কাদাঁয়
রোজ রাতে
তোমার ছায়ায়
ছায়া দেখি তোমার
ঘরের দেয়ালে
নিশির ডাকে সারা
দেই ঘুমের মাঝে
দাঁড়িয়ে আছো তুমি
আয়নার ওপাশে
হারায় যেন তোমার
সেই শেষ নিশ্বাসে
নিস্ব করে
আমার আগুন নিভিয়েছ
হাত বাড়িতে আমায় যেন
ছুঁয়েছ
দেখি শেষ জোছনা
কেরে নাও শূন্যতা
মুছে দাও ইতিহাস
ফিরে যেতে দিয়োনা
আমার স্মৃতি গুলো
আজ তোমার সীমানায়
পেয়েছি তোমার আড়াল
আমি ব্যার্থ হব না
Random Song Lyrics :
- cheerio - miq lyrics
- host - haken lyrics
- miniskirt - the car is on fire lyrics
- sag ihnen 2 - raf camora lyrics
- denzel - k.a.a.n. lyrics
- 667 - the neighbor of the beast - meinhard lyrics
- meglio di così - il turco lyrics
- happy end - despina vandi lyrics
- don't think twice - 宇多田ヒカル hikaru utada lyrics
- jersey giant - tyler childers lyrics