
shudhu tomake - franklin lyrics
Loading...
শুধু তোমাকে
সময় কেটেছে
তোমারি পথ চেয়ে
তুমি কেন বুঝনি
কি বলতে চাই ইশারাতে
মনের কথা বলতে পারিনি
চেয়ে ও কতবার
গোপনে রেখেছি
এই স্বপ্নটি আমার
তুমি আমার আলো
নিভিয়ে দাও অন্ধকার
আমি শুধু তোমাকে চাই
আজও খুঁজে বেড়াই
তুমি আমার আলো
নিভিয়ে দাও অন্ধকার
আমি শুধু তোমাকেই চাই
কেন বলতে পারিনা
মেঘে ঢাকা দিন গুলোর
বৃষ্টির হাসি
কেন শেই বাতাসের
মাঝে তোমায় খুঁজি
মনের মাঝে গেঁথে রেখেছি
তোমায় আমি
শুধু এক ইশারার
আশায় রয়েছি
কেন আজও এই মন ছুটে
তোমার ছায়ার পিছে
আমি খুজে ফিরে ফিরে
চেয়ে রই তোমার পথে
জেগে রই তোমার নিশি
কোন আপন মন জুরে
আমার সেই হাসি
তোমার কথা ভেবে
তুমি আমার আলো
নিভিয়ে দাও অন্ধকার
আমি শুধু তোমাকেই চাই
কেন বলতে পারিনা ||
Random Song Lyrics :
- не беру (don't take) - поларойд (polaroi6) lyrics
- come si fa - entics lyrics
- i'm the weakest link - half-handed cloud lyrics
- dead man - yk osiris lyrics
- sandradome - frittenbude lyrics
- ekstāze - sudden lights lyrics
- little i got - amanda kate lyrics
- winter wrap up (acidgvrl flip) - acidgvrl lyrics
- pale blue dot - loona lyrics
- vulnerable - annisya lyrics