
tor jonno ami bonno - fuad lyrics
তোর জন্য আমি বন্য
মাতাল অনুভব জুড়ে সব শূন্য শুধু বন্য
তুই নিখোঁজ অচিন পুরে
শপথ নিলাম তোকেই রাণী
করবো নিশ্চয়ই এই রাজত্বে
খুঁজে দেখিস আমার মত
পাবি না কেউ স্বর্গ মর্ত্যে
দেখেছি যা দেখার ছিলো এই মনের আয়নায়
অবিরত আনাগোনা বৃথা সে কি হায়
আমি ভেবে ভেবে মরি তোর মনে আছে কি
দিশেহারা আমি যে তোর প্রেমে পড়েছি
অভিমানে দূরে আমি হারাবো যখন
ভালবাসার মৃত্যু হলে করোনা বারণ
শপথ নিলাম তোকেই রাণী
করবো নিশ্চয়ই এই রাজত্বে
খুঁজে দেখিস আমার মত
পাবি না কেউ স্বর্গ মর্ত্যে
ডুবে থাকিস বৃথা যত ঐ নষ্ট ভাবনায়
সিক্ত পণ্যে স্বপ্ন দেখা ব্যর্থ জীবনটায়
আমি পালটে দিতে পারি তোর চোখের ঐ রঙ
নরম রোদে ভালোবাসা পবিত্র ভীষণ
অভিমানে দূরে আমি হারাবো যখন
ভালবাসার মৃত্যু হলে করোনা বারণ
শপথ নিলাম তোকেই রাণী
করবো নিশ্চয়ই এই রাজত্বে
খুঁজে দেখিস আমার মত
পাবি না কেউ স্বর্গ মর্ত্যে
Random Song Lyrics :
- rey sol - vetusta morla lyrics
- amnésia - karlla naynna lyrics
- deixa'm volar - amelie lyrics
- golddiggers - günther & the sunshine girls lyrics
- potions - little stranger lyrics
- me gusta estar contigo - marisela lyrics
- maldita - la fuga lyrics
- i - dagarça lyrics
- me with you - macy gray lyrics
- show me love (club mix) - club mix - michael mind lyrics