
dure - graff8e lyrics
Loading...
আমি দুরে আছি তো মেয়ে
তোমার ৬৯ টি মন
চাও তুমি তো সব
চাইনা দেখতে আবার রঙ
জীবনটা খুব অসৎ
মন ভাঙবে যখন
মেয়ে তুমি
কেন
এসেছিলে জীবনে
তোমার চোখ দুটি যেন
কথা বলে চুপ করে
ছলনা তোমার মনে
আমি জানি ভালো করে
সেই রাতে বসেছিলে
একা তুমি তার ঘরে
স্বপ্নভাঙ্গা স্মৃতি
ছুড়ে ফেলেছি
flex করবো না তো কি
i’m the west birdie
তোমার চোখের কোনে
আমি দেখব না girl pain
আমার থেকে তুমি চলে যাও দূরে
it’s better to go
it’s better to go
আমি দুরে আছি তো মেয়ে
তোমার ৬৯ টি মন
চাও তুমি তো সব
চাইনা দেখতে আবার রঙ
জীবনটা খুব অসৎ
মন ভাঙবে যখন
Random Song Lyrics :
- a coisa tá feia - gusttavo lima lyrics
- peli - mhtresuno lyrics
- weenies in the beans - the kritters lyrics
- corona - w la promesa lyrics
- i need you (acoustic) - pres lyrics
- mámor - pogány induló lyrics
- love story ft. matthew - matthew z lyrics
- steariinia - hene jääsalo lyrics
- timelapse - pluwg lyrics
- at the break of day - big bill broonzy lyrics