
golaper din - habib wahid & nancy lyrics
[chorus: nancy]
ভালবাসার দুয়ার খুলে
এনে দিলে গোলাপের দিন
আমিও তাই তোমাকে চাই
তুমি ছাড়া বাঁচা কঠিন।
[pre-chorus: habib wahid]
তোমারই প্রেমে
রঙিন হলো এ জীবন।
ছেড়ো না এ দুটি হাত
মরে যাবে দুটি মন।
[chorus: nancy]
ভালবাসার দুয়ার খুলে
এনে দিলে গোলাপের দিন
আমিও তাই তোমাকে চাই
তুমি ছাড়া বাঁচা কঠিন।
[verse 1: nancy & habib wahid]
ডুবেছি, প্রেমের জলে
তোমার ঐ দুষ্ট ডাকে।
আমার এই মনটা শুধু
তোমাতেই পড়ে থাকে।
ঝিরি ঝিরি হাওয়াতে
সুখেরই এই গল্পটাতে
তোমাকে খুজে পাই।
[pre-chorus: habib wahid]
তোমারই প্রেমে
রঙিন হলো এ জীবন।
ছেড়ো না এ দুটি হাত
মরে যাবে দুটি মন।
[chorus: nancy]
ভালবাসার দুয়ার খুলে
এনে দিলে গোলাপের দিন
আমিও তাই তোমাকে চাই
তুমি ছাড়া বাঁচা কঠিন।
[verse 2: nancy & habib wahid]
বুনেছি, তোমায় নিয়ে
হাজারো স্বপ্ন আমার।
তোমার ওই, মনের দেশে
সাজাবো, চাদের পাহাড়।
মেঘের আসা-যাওয়াতে
উদাসী কল্পনাতে
তোমাকে ছুঁয়ে যাই।
[pre-chorus: habib wahid]
তোমারই প্রেমে
রঙিন হলো এ জীবন।
ছেড়ো না এ দুটি হাত
মরে যাবে দুটি মন।
[chorus: nancy]
ভালবাসার দুয়ার খুলে
এনে দিলে গোলাপের দিন
আমিও তাই তোমাকে চাই
তুমি ছাড়া বাঁচা কঠিন।
Random Song Lyrics :
- do que não sei - suricato lyrics
- déjame ser - operación triunfo 2018 lyrics
- qui paiera les dégâts (remix) - suprême ntm lyrics
- viaggio di lavoro - renato pareti lyrics
- 1000 words - cool brandon lyrics
- para vivir - enrique urquijo y los problemas lyrics
- bonzaïon - loco locass lyrics
- sugar magnolia (live at the olympia theatre, paris, 1972) - grateful dead lyrics
- maverick - swagberg lyrics
- never die - jeezy lyrics