
panja - habib wahid lyrics
hey, শোন সবাই আমার কথাটাই
অস্থির এ সময়
তোমাদের হৃদয়ে সংশয়
প্রেমটা তাই হয়ে গেছে ক্ষয়
hey, শোন শোন দামাল ছেলেরা
নষ্ট এ সময়
তোমাদের সবই অভিনয়
একটুও ভালবাসা নয়
hey, না জেনে গায়ের জোরে
কেন আঙ্গুল তুলে দাও
কান পেতে তুমি শুনে নাও
খাঁটি এ ভালবাসাটাও
প্রেম মানে ফাঁকি, যদি পারো প্রমাণ করে দাও
নাহলে কথা তুলে নাও
অযথাই পাঞ্জা লরে যাও (আরে…)
hey, শোন সবাই আমার কথাটাই
অস্থির এ সময়
তোমাদের হৃদয়ে সংশয়
প্রেমটা তাই হয়ে গেছে ক্ষয়
শহরে কি বা গ্রামে
ভালোবাসার নামে
তোমরা পড়েছো ছলনায়
আরে, ভাবখানা যে এমন
শত-হাজারো মন
ভাঙলে কার কি আসে যায়!
হে, ভাঙা গড়ার মাঝেও টিকে থাকে যদি
তৃতীয় না কেউ খেলে ষোল গুটি
খেলে দিলে তবে একটু একটু নড়বড়ে হয় প্রেমের খুঁটি (hey!)
শোন সবাই আমার কথাটাই
অস্থির এ সময়
তোমাদের হৃদয়ে সংশয়
প্রেমটা তাই হয়ে গেছে ক্ষয়
শোন শোন দামাল ছেলেরা
নষ্ট এ সময়
তোমাদের সবই অভিনয়
একটুও ভালবাসা নয়
তোমাদের এ আমলে
কে যে কোনদিকে চলে
বুঝে ওঠেনি আজও তাই
স্বর্গীয় ভালোবাসা
বুকে চেপে হতাশা
বলেছে, “ta-ta, goodbye!”
হে, স্বর্গীয় প্রেম যদি বলে ফেলে বিদায়
তুমিও পড়ে যেতে একা হওয়ার দ্বিধায়
এমন হলে তবে বাঁচবে না কেউ
বুঝবে সবাই প্রেমের কি দায় (hey!)
শোন সবাই আমার কথাটাই
অস্থির এ সময়
তোমাদের হৃদয়ে সংশয়
প্রেমটা তাই হয়ে গেছে ক্ষয়
শোন শোন দামাল ছেলেরা
নষ্ট এ সময়
তোমাদের সবই অভিনয়
একটুও ভালবাসা নয়
hey, না জেনে গায়ের জোরে
কেন আঙ্গুল তুলে দাও
কান পেতে তুমি শুনে নাও
খাঁটি এ ভালবাসাটাও
প্রেম মানে ফাঁকি, যদি পারো প্রমাণ করে দাও
নাহলে কথা তুলে নাও
অযথাই পাঞ্জা লরে যাও (আরে…)
hey, শোন সবাই আমার কথাটাই
অস্থির এ সময়
তোমাদের হৃদয়ে সংশয়
প্রেমটা তাই হয়ে গেছে ক্ষয়
Random Song Lyrics :
- my bitch - dro fe lyrics
- tumble - meghan trainor lyrics
- free.99 - courtney cole lyrics
- hasta la polla de mierdas - veinlote lyrics
- haim cohen - חיים כהן - lukach - לוקץ׳ lyrics
- until the stars go out - james morrison lyrics
- vii. side b - ninefive' lyrics
- kemisk kärlek - apati lyrics
- politics - farski lyrics
- forgive me - bure lyrics