kobitar gaan - hasan joy lyrics
[verse 1]
যদি বারেবারে একই সুরে
প্রেম তোমায় কাঁদায়
তবে প্রেমিকা কোথায়
আর প্রেমই বা কোথায়?
যদি দিশেহারা ইশারাতে
প্রেমই ডেকে যায়
তবে ইশারা কোথায়
আর আশারা কোথায়?
[verse 2]
যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথা
যদি চায়ের কাপেতে জমে নীরবতা
তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়!
[verse 3]
যদি প্রতিদিন সেই রঙিন
হাসি ব্যথা দেয়
যদি সত্যগুলো স্বপ্ন হয়ে
শুধু কথা দেয়
তবে শুনে দেখো প্রেমিকের
গানও অসহায়।
[verse 4]
যদি অভিযোগ কেড়ে
নেয় সব অধিকার
তবে অভিনয় হয়
সবগুলো অভিসার।
যদি ঝিলমিল নীল আলো কে
ঢেকে দেয় আঁধার
তবে কি থাকে তোমার
বলো কি থাকে আমার?
[verse 5]
যদি ভালোবাসা সরে গেলে
মরে যেতে হয়
ক্যানো সেই প্রেম ফিরে এলে
হেরে যেতে ভয়?
শেষে কবিতারা দায়সারা
গান হয়ে যায়।
[verse 1 repeat]
যদি বারেবারে একই সুরে
প্রেম তোমায় কাঁদায়
তবে প্রেমিকা কোথায়
আর প্রেমই বা কোথায়?
যদি দিশেহারা ইশারাতে
প্রেমই ডেকে যায়
তবে ইশারা কোথায়
আর আশারা কোথায়?
[verse 2 repeat]
যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথা
যদি চায়ের কাপেতে জমে নীরবতা
তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়!
Random Song Lyrics :
- bride of the wind - sniff 'n' the tears lyrics
- videogames - sam austins lyrics
- bin laden - fergy53 lyrics
- oceans - loiter lyrics
- w.i.u.t. - wally j. lyrics
- jeszcze nie teraz - wszedziezuber x brakperspektyw lyrics
- self deprecation - jessica benko lyrics
- up now - capolow lyrics
- some people - sniff 'n' the tears lyrics
- heart & soul - exile lyrics