
eto kosto kano valobasaye - hasan lyrics
Loading...
চারিদিকে উৎসব
পরিপুর্ণ নিয়ন আলোয়
আমার এ পৃথিবী
ঘিরে আসছে আঁধার কালোয়
সানাইয়ের সুর
নিয়ে যাবে দুর
একটু একটু করে তোমায়
আজকে রাতেই তুমি অন্যের হবে
ভাবতেই জলে চোখ ভিজে যায়
এত কষ্ট কেন ভালবাসায় ।
বিশ্বাস যেখানে
অবিশ্বাসের সুরে
বেজে উঠেছে
থাকবে না আমার
সে কথা বুঝতে যেন
দেরি হয়েছে
মগ্ন ছিলাম
তোমার ভালবাসার
ইন্দ্রজালে
মানুষ আমি
কেন তলিয়ে গেছি
আমারই ভুলে
সানাইয়ের সুর
নিয়ে যাবে দূর
একটু একটু করে তোমায়
আজকে রাতেই তুমি অন্যের হবে
ভাবতেই জলে চোখ ভিজে যায়
এত কষ্ট কেন ভালবাসায় ।
Random Song Lyrics :
- limbo - sinead o'brien lyrics
- nem longe nem perto - fausto lyrics
- don't need love - gracey lyrics
- 12 bullets - supreme thekid lyrics
- demo heart (demo) - brendan morris lyrics
- brandy & coke (trampled under foot) [initial/rough mix] - led zeppelin lyrics
- the last day on earth [the last tour on earth] - marilyn manson lyrics
- friends til the end (ride or die) - menergy lyrics
- pertenecientes de la amnesia - rollo california lyrics
- drop - kchaet lyrics