
carew & co - hatirpool sessions lyrics
[verse]
কুয়াশায় মোড়া জোছনা
নদীতে প্রতিবিম্ব
কী অবাক করা দৃশ্য
দেখে একদম হতভম্ব
কুয়াশায় মোড়া জোছনা
নদীতে প্রতিবিম্ব
কী অবাক করা দৃশ্য
দেখে একদম হতভম্ব
[pre*chorus]
আহারে কী জীবন
কী সুন্দর এ ভুবন
আহারে, আহারে কী জীবন
আহারে কী জীবন
কী সুন্দর এ ভুবন
আহারে, আহারে কী জীবন
[chorus]
ঝিরিঝিরি হাওয়া ছিলো
তবু কাঁপিনি শীতে কনকন
হাতে ছিলো সিগারেট
সাথে কেরু এন্ড কোং
ঝিরিঝিরি হাওয়া ছিলো
তবু কাঁপিনি শীতে কনকন
হাতে ছিলো সিগারেট
সাথে কেরু এন্ড কোং
[post*chorus]
সে যে কী অনুভব
একাই এক উৎসব
আহারে, আহারে কী জীবন
সে যে কী অনুভব
একাই এক উৎসব
আহারে, আহারে কী জীবন
[instrumental break]
[verse 2]
চাঁদ ডুবে দূরে যায়
চোখ হয়ে আসে ছোট
দেহ*মন চলে না
সময় বলে বাড়ি হাঁটো
চাঁদ ডুবে দূরে যায়
চোখ হয়ে আসে ছোট
দেহ*মন চলে না
সময় বলে বাড়ি হাঁটো
[chorus]
আসে ভোর ধরে ঘুম
অভিমানী বেডরুম
আহারে, আহারে কী জীবন
আসে ভোর ধরে ঘুম
অভিমানী বেডরুম
আহারে, আহারে কী জীবন
[bridge]
কুয়াশায় মোড়া জোছনা
নদীতে প্রতিবিম্ব
কী অবাক করা দৃশ্য
দেখে একদম হতভম্ব
[chorus]
ঝিরিঝিরি হাওয়া ছিলো
তবু কাঁপিনি শীতে কনকন
হাতে ছিলো সিগারেট
সাথে কেরু এন্ড কোং
Random Song Lyrics :
- matusalem - koriass lyrics
- 3000 lightyears - mystery skulls lyrics
- rodeo - cody belew lyrics
- my life - salar lyrics
- 2024 - miss angela lyrics
- quickie - a2h lyrics
- no vale hacer daño - eva b lyrics
- ahu 2 - king khalil lyrics
- 散步之年 (year of strolling) (live at kitec star hall 2021) - my little airport lyrics
- devil, deed, dénouement - saint sleep lyrics