
jamaica farewell - hatirpool sessions lyrics
[verse 1: joyee chakma joy]
ফদো হুরে ঐ মোন মুরোত
যেদু বেক থামি যায় ফেগো রত
সাজন্যের ফাগত তারার উন টিপ
ফুলর থুমবাজে মনান অজি যায়
[chorus: joyee chakma joy]
হোন আর গানিত সেই তজিমপুর
ম মনান থায় বাজি মন মুরত
এজো ফত্তান থায়দি সে থান্যেবি
স্ববন ফুরিত স্ববন বুনে গীত গেনেই
[pre*chorus: chetona rahman vasha]
আহা, পথের প্রান্তে ঐ সুদূর গাঁয়ে
যেথা সময় থমকে থামে বটের ছায়
আহা সন্ধ্যা দীপ জ্বালে তারার টিপ
কত ফুলের গন্ধ মোর মাতায়
[chorus: chetona rahman vasha]
হায়, কোন সুদূর সেই স্বপ্নপুর
মোর মন যে গায় ঘরে ফেরার সুর
মোর পথ চেয়ে আজও সেই মেয়ে
বুঝি স্বপ্নজাল বুনে গান গেয়ে
[instrumental]
[pre*chorus: joyee chakma joy]
আহা, মেলার রাস্তা ধরে মেয়ের দল
যেতো কাঁকন বাজিয়ে পায়ে রূপোর মল
আজ তাদের গান করে ব্যাকুল প্রাণ
কেন স্মৃতির পাতায় ঝরে অশ্রুজল
[chorus: joyee chakma joy]
হায়, কোন সুদূর সেই স্বপ্নপুর
মোর মন যে গায় ঘরে ফেরার সুর
মোর পথ চেয়ে আজও সেই মেয়ে
বুঝি স্বপ্নজাল বুনে গান গেয়ে
[verse 2: joyee chakma joy]
সিদে নেই সে সুগোরদিন
ম মনত বাঝে অনুঝর
সে গাঙ্গো ফারত ম মোন মুরত
হেরো বুগত মনান জায়দি আরি
[chorus: joyee chakma joy]
হোন আর গানিত সেই তজিমপুর
ম মনান থায় বাজি মন মুরত
এজো ফত্তান থায়দি সে থান্যেবি
স্ববন ফুরিত স্ববন বুনে গীত গেনেই
[pre*chorus: dipta pritam nath]
আহা, চিন্তাহীন সেই সুখের দিন
কেন আমার চিত্তে আজও বাজায় বীণ
সেই শালের বন মোর ঘরের কোণ
তারই নিবিড় বক্ষে মন অন্তরীন
[chorus: everyone]
হায়, কোন সুদূর সেই স্বপ্নপুর
মোর মন যে গায় ঘরে ফেরার সুর
মোর পথ চেয়ে আজও সেই মেয়ে
বুঝি স্বপ্নজাল বুনে গান গেয়ে
[chorus: everyone]
হোন আর গানিত সেই তজিমপুর
ম মনান থায় বাজি মন মুরত
এজো ফত্তান থায়দি সে থান্যেবি
স্ববন ফুরিত স্ববন বুনে গীত গেনেই
[chorus: everyone]
হায়, কোন সুদূর সেই স্বপ্নপুর
মোর মন যে গায় ঘরে ফেরার সুর
মোর পথ চেয়ে আজও সেই মেয়ে
বুঝি স্বপ্নজাল বুনে গান গেয়ে
Random Song Lyrics :
- i hate you - ends with a bullet lyrics
- searchin peace - tha god fahim lyrics
- pack - joey purp & kami lyrics
- asexual - apxe lyrics
- breathing on my own - gravel switch lyrics
- ô de casa - samuel palmeira lyrics
- deep_in_the_dungeon - thesupercapher lyrics
- and when - heatloaf lyrics
- interlude - hoaxxx lyrics
- my last breath - lil’ $pice lyrics