
shohorer duita gaan - hatirpool sessions lyrics
[intro]
আর আসবো না বলে
দুধের ওপরে ভাসা সর
চামচে নিংড়ে নিয়ে চেয়ে আছি
[verse 1]
বাইরে বৃষ্টির ধোঁয়া
যেন সাদা স্বপ্নের চাদর
বিছিয়েছে পৃথিবীতে
কেন এত বুক দোলে?
আমি আর আসবো না বলে
যদিও কাঁপছে হাত
তবুও ঠিক অভ্যেসের বশে
লিখছি অসংখ্য নাম
চেনা জানা সব কিছুর
প্রতিটি নামের শেষে, আসবো না
[chorus]
নদী, আমি আসবো না
পাখি, আমি আসবো না
নারী, আমি আসবো না
[verse 2]
আর আসবো না বলেই
মিছিলের প্রথম পতাকা তুলে নিই হাতে
আর আসবো না বলেই
জাগিয়ে তুলি মানুষের ভেতরে মানুষ
কথার ভেতরে কথা গেঁথে দেওয়া, কেন?
আসবো না বলেই
[chorus]
সুখ, আমি আসবো না
দুঃখ, আমি আসবো না
প্রেম, হে কাম, হে কবিতা আমার
আমি আর…
আমি আর আসবো না
[pre*chorus]
আজ বিদায়ের বিষণ্ণ রুমালে
কে তোলে অক্ষর কালো
আসবো না
[chorus]
নদী, আমি আসবো না
পাখি, আমি আসবো না
সুখ, আমি আসবো না
দুঃখ, আমি আসবো না
নদী, আমি আসবো না
পাখি, আমি আসবো না
সুখ, আমি আসবো না
দুঃখ, আমি আসবো না
[instrumental]
[verse 3]
এ শহর দেয়নি কিছুই ফুলদানি ছাড়া
নেই সুবাসিত গোলাপ অথবা স্নিগ্ধ জলের ধারা
তবুও ফের ফিরে আসে সেইসব দুপুর
দু’টি কিশোরীর হাতে তিনটি কুকুর
আমাদের চারপাশের নানা ভিড়ে
ফিরেছে কত মানুষ তাড়া নিয়ে
জলে নুয়ে পড়া বৃক্ষতলে
দু’জনার ছিল না কোনো তাড়া
[chorus]
এ শহর আমাকে দেয়নি কিছুই
শুধু তোমাকে ছাড়া
এ শহর আমাকে দেয়নি কিছুই
শুধু তোমাকে ছাড়া
[verse 4]
আধার ছিন্ন করে তুমি মেলে দিলে দু’হাত
কী করে আমি বলো যাবো তোমার কাছে?
যেভাবে পরগাছা জন্মায় সুউচ্চ বৃক্ষ চূড়ায়?
তবুও ভালোবেসে পরগাছাকে কেউ বলেনি বৃক্ষ
অনেক কষ্ট*অভিমান নিয়ে তুমিও চলে যাবে জানি
দু’হাতে চোখ মুছে রৌদ্রের কাছে আমি রাখিনি কোনো চাওয়া
[bridge]
এ শহর পারবে না ঠেকাতে জানি
তোমার চলে যাওয়া
এ শহর পারবে না ঠেকাতে জানি
তোমার চলে যাওয়া
[chorus]
এ শহর আমাকে দেয়নি কিছুই
শুধু তোমাকে ছাড়া
এ শহর আমাকে দেয়নি কিছুই
শুধু তোমাকে ছাড়া
এ শহর আমাকে দেয়নি কিছুই
শুধু তোমাকে ছাড়া
এ শহর আমাকে দেয়নি কিছুই
শুধু তোমাকে ছাড়া
Random Song Lyrics :
- gangsta birthday - dế choắt x aazuki lyrics
- handle (mashup) - last-dude lyrics
- 憧れの乙女 (akogare no otome) - 藤山一郎 (ichirou fujiyama) lyrics
- out in the cold again - sector 27 lyrics
- σιγά (siga) - christina salti lyrics
- rockstar baby - king justo lyrics
- sometimes when i get to t (live) - buffy sainte-marie lyrics
- tiny dancer - trevor jackson lyrics
- muhabbet bağına girdim bu gece - safiye ayla lyrics
- karlavagnen - rymdpojken lyrics