
tulonamulok rodchaya - hatirpool sessions lyrics
[chorus]
ছায়ার সঙ্গে থাকো
তুমি ছায়াটা সঙ্গে রাখো
শীতের দিনে ভয় কেন পাও?
ছায়াই গায়ে মাখো
ছায়া নিয়েই ভাবো
তুমি ছায়ার ছবি আঁকো
বাঁচিয়ে রাখো লাবণ্যতা
রোদ থেকে দূরে থাকো
[chorus]
ছায়ার সঙ্গে থাকো
তুমি ছায়াটা সঙ্গে রাখো
শীতের দিনে ভয় কেন পাও?
ছায়াই গায়ে মাখো
ছায়া নিয়েই ভাবো
তুমি ছায়ার ছবি আঁকো
বাঁচিয়ে রাখো লাবণ্যতা
রোদ থেকে দূরে থাকো
[instrumental]
[verse]
রোদের স্বপ্নে কাঁদো
তুমি রোদকে ভেবেই জাগো
রোদের স্বপ্নে কাঁদো
তুমি রোদকে ভেবেই জাগো
তবু তোমার, তবু তোমার
তবু তোমার প্রভুর আদেশ
ছায়াটা আগলে রাখো
[chorus]
ছায়ার সঙ্গে থাকো
তুমি ছায়াটা সঙ্গে রাখো
শীতের দিনে ভয় কেন পাও?
ছায়াই গায়ে মাখো
[outro]
ছায়ার সঙ্গে থাকো
তুমি ছায়াটা সঙ্গে রাখো
ছায়ার সঙ্গে থাকো
তুমি ছায়াটা সঙ্গে রাখো
ছায়ার সঙ্গে থাকো
তুমি ছায়াটা সঙ্গে রাখো
ছায়ার সঙ্গে থাকো
তুমি ছায়াটা…
Random Song Lyrics :
- isis (remix) - king blitz lyrics
- ayki (prod. con) - vaughn, jonas, chan lyrics
- part of me - lxke lyrics
- mikrofon kütlədə - promete lyrics
- perception is key - kayson woods lyrics
- netflix - lu leite lyrics
- therapy - lueniverse lyrics
- runaway - qaayel lyrics
- vroom vroom - nakhla lyrics
- no more secrets - razvan mitroi lyrics