
upo - hatirpool sessions lyrics
Loading...
কত করে বলি তোমাকে
দেখা দাও না, থেকে যাও না
বলে কয়ে বেলা হয়ে যায়
ফিরে চাও না, কেন চাও না?
কত করে বলি তোমাকে
দেখা দাও না, থেকে যাও না
বলে কয়ে বেলা হয়ে যায়
ফিরে চাও না, কেন চাও না?
ধার লেগে হাত যেন কাটে না তোমার
এই ভেবে ভেবে রাত কেটে যায়
লাল দেখা কাল হয়ে বৃষ্টি নামে
আর মেঘগুলো ক্ষয়ে ক্ষয়ে যায়
ধার লেগে হাত যেন কাটে না তোমার
এই ভেবে ভেবে রাত কেটে যায়
লাল দেখা কাল হয়ে বৃষ্টি নামে
আর মেঘগুলো ক্ষয়ে ক্ষয়ে যায়
কী এক ঝড়, সে যে থামবে কবে?
আমি সারাদিন বসে জানালায়
যোগ*বিয়োগ করে আর কি হবে?
যদি ভাগ করে সুখে থাকা যায়
থেকে যাও না, কেন চাও না?
বলে গেলে কি এসে যায়?
ফিরে চাও না, কেন চাও না?
না বেশি দেরি হয়ে যায়
Random Song Lyrics :
- erstes grün - robert schumann lyrics
- hajde, igraj bosa - miki jevremović lyrics
- eggshells - naomi dee lyrics
- under my skin - zeke bleu lyrics
- aller plus loin (version générique de fin) [canadian french] - cerise calixte lyrics
- パラメタ (parameter) - 40mp lyrics
- finding tongue committee - kala kiso lyrics
- our kind of love - sofie and the new relics lyrics
- bonnie & clyde - prince swanny lyrics
- on my way (outro) - yfg pave lyrics