
bangladesh - hayder lyrics
যে মাটির পরতে পরতে
সোঁদা গন্ধ বীজ ঘুমিয়ে আছে
সবুজের সারি রাঙ্গা আলপনায়
রাখালিয়া সুর মিশে একাকার
এ মাটি নয় অন্য মাটি
প্রতিভায় বরেণ্য ঘাটি
সাধু সন্নাসী পরিজন ভুলে
বেধেছে শানি কি মায়া জালে
যে মাটির মায়ায় কিষানীর ছায়ায়ে কি মাতম দোলা
শিল্পীর তুলি খোলা অঞ্জলি কভু যায় ভোলা
বাংলাদেশ বাংলাদেশ
বাংলাদেশ এই বাংলাদেশ।।
যে মায়ের বুকে একে বেকে যায়
খাল বিল নদী অম্রিত ধারায়
এ মা তো নয় অন্য মাতা
উপশম করে যে ব্যথা
লাখ সন্তানের দুঃখী অন্তরে
বিয়োগের পাশে স্বজনের বেশে
যে মায়ের কোলে কুঞ্জনে পিউ পাপিয়া
পথে প্রান্তরে পরাণো যেন নকশীকাথা
বাংলাদেশ বাংলাদেশ
বাংলাদেশ এই বাংলাদেশ।।
পীর আউলিয়া হাসন রাজা লালন শাহ জয়নুল কবি নজরুল
আব্বাস উদ্দিন রবীন্দ্র বীর অমর গাথা
বাংলাদেশ বাংলাদেশ
বাংলাদেশ এই বাংলাদেশ।।
যে মাটির মায়ায় কিষানীর ছায়ায়ে কি মাতম দোলা
শিল্পীর তুলি খোলা অঞ্জলি কভু যায় ভোলা।।
Random Song Lyrics :
- hozanna - astrid williamson lyrics
- sånn her - dårlig vane lyrics
- italiano - italianos lyrics
- cheese - black josh lyrics
- saturno - tutrex lyrics
- qedis - mirtak lyrics
- melhor assim - biel lyrics
- bien pedo, bien loco - mtv unplugged [en vivo] - kinky lyrics
- mahh . mama ( ماه . امي) - imohar lyrics
- violence - 410 lyrics