
shopno rekha - heartzrelation lyrics
Loading...
যাবে যদি যাও চলে যাও মুছে,
আমার কবিতায়।
তবে জেনে যাও আমার শব্দের লীন চেতনায়,
আজ থেকে নও তুমি অন্য কেও
আমার শব্দের নতুন স্বপ্ন রেখা
ও পাশ থেকে সূর্যোদয় এ,
রাতের মূর্ত আধার ভাংগে।
কালোর ডাকে আলোর অস্তিত্বে,
তমশা ছেড়ে নগ্ন হয় পৃথিবী।
যাবে যদি যাও দেখবো আমি,
তোমার বিদায়।
তবে জেনে যাও আমার দুহাতের নতুন অস্তিত্বে,
আজ আর তো নেই তুমি,
অন্য কেও আমার শব্দের নতুন স্বপ্নরেখা।
Random Song Lyrics :
- search me o god - harvest (band) lyrics
- 越海 第二樂章 - 深耕 (deep rising) - chthonic lyrics
- gemheart - teen girl scientist monthly lyrics
- troublesome ‘23 - david sko lyrics
- same skin - robbing millions lyrics
- pretender - royal fools lyrics
- фланги - frank jillzay lyrics
- the shack out the back - graham brazier lyrics
- comment - les mccann lyrics
- what's next - lyfe harris lyrics