
olir katha shune bakul hase - hemant kumar lyrics
Loading...
অলির কথা শুনে বকুল হাসে
কই তাহার মতো
তুমি আমার কথা শুনে হাসনাতো
ধরার ধূলিতে যে ফাগুন আসে
কই তাহার মতো
তুমি আমার কাছে কভু আসনাতো।।
আকাশ পারে ওই অনেক দুরে
যেমন করে মেঘ যায় গো উড়ে।
যেমন করে সে হাওয়ায় ভাসে
কই তাহার মতো
তুমি আমার স্বপ্নে কভু ভাসনাতো।।
চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মতো তুমি করোনা কেন
ওগো ধন্য মোরে।
যেমন করে নীড়-এ একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি।
যেমন করে সে ভালবাসে
কই তাহার মতো
তুমি আমায় কভু ভালবাসনাতো।।
Random Song Lyrics :
- stop look listen - fresh air (uk) lyrics
- sweet - star starer lyrics
- big dreams - amyl and the sniffers lyrics
- #geneva - oxyn lyrics
- brudno - distress (ukr) lyrics
- rollercoaster - casual scene lyrics
- trema - mrseyoakaoni lyrics
- (bring deinen) (körper) (auf die) party - family*5 lyrics
- beautiful - newz lyrics
- leaving here someday - me in motion lyrics