
ei monihaar amay nahi saje - hemanta mukherjee lyrics
Loading...
এ মণিহার আমায় নাহি সাজে(2)–
এরে পরতে গেলে লাগে,
এরে ছিঁড়তে গেলে বাজে ॥
এ মণিহার আমায় নাহি সাজে
কণ্ঠ যে রোধ করে,
সুর তো নাহি সরে(2)
ওই দিকে যে মন পড়ে রয়,
মন লাগে না কাজে ॥
এ মণিহার আমায় নাহি সাজে
তাই তো বসে আছি,
এ হার তোমায় পরাই যদি
তবেই আমি বাঁচি।
ফুলমালার ডোরে
বরিয়া লও মোরে(2)
তোমার কাছে দেখাই নে মুখ
মণিমালার লাজে ॥
এ মণিহার আমায় নাহি সাজে
এ মণিহার আমায় নাহি সাজে
Random Song Lyrics :
- best friends - emannuelle alpha lyrics
- wait what? - single - snm natious lyrics
- before i - votibonexuj lyrics
- yom hadash - יום חדש - rita - ריטה lyrics
- hevesim yok - reynmen lyrics
- with paris - duncan hartwell lyrics
- spinnin' roll on - malcolm holcombe lyrics
- para que ocultar - wander carossi lyrics
- abigail - uninvited guest lyrics
- wahrheit - moglee lyrics