
ei mor mono pakhi - hemanta mukherjee lyrics
Loading...
এই মোর মন পাখি
এই মোর মন পাখি
ব্যাকুলিয়া যায় চলে
ফিরে ফিরে তবু সে চায়
সেই মনেরই বেদনা
এই মোর মন পাখি
ব্যাকুলিয়া যায় চলে
ফিরে ফিরে তবু সে চায়
সেই মনেরই বেদনা
এই মোর মন পাখি
হৃদয়ে কত ছোট আশা লয়ে
দ্বিধা ভরে এসেছিল
জীবনের আঙিনায় শুধু একবার
চেয়েছিল তবুও তো এলে না
জেনেশুনে ব্যথা দিলে
কেন মনে বলো না
এই মোর মন পাখি
নিমেষে আশা তুমি আলো হলে
আঁধারের ছলনা
তামসে মাজারে ক্ষণিকের তরে
মনে মনে কিছু দূরে চল না
স্বপ্ন মোর এ রাতের
সফল হলো কি বলো না
এই মোর মন পাখি
ব্যাকুলিয়া যায় চলে
ফিরে ফিরে তবু সে চায়
সেই মনেরই বেদনা
এই মোর মন পাখি
Random Song Lyrics :
- rim - juno miles lyrics
- nemertean girl - kroh (band) lyrics
- water - yatoimtop lyrics
- late night ideas - lennardmusic lyrics
- raining cut (2011) - elysia crampton lyrics
- sleeping in the tent intro - froggy fresh lyrics
- día verde - allison lyrics
- pop - kyu! lyrics
- your name - duce williams lyrics
- low - itsunknownmf lyrics