
emono dine tare bola - hemanta mukherjee lyrics
Loading...
তারে বলে দিও
সে যেন আসে না
আমার দ্বারে।
ওই গুনগুন সুরে মন হাসে না।
গা মা পা মা গা রে
সা রে মা গা রে গা
রে সা রে সা নি সা।
ওই ফুল মালা দিলে শুধু জ্বালা
ধুলায় সে যাক ঝরে যাক না।
এই ভাঙ্গা বাঁশী ভোলে যদি হাসি
ব্যথায় সে থাক ভরে থাক না।
জানি ফাগুন আমায় ভালোবাসে না।
তারে বলে দিও সে যেন আসে না (আমার দ্বারে)।
তারে বলে দিও মন কেন হাসে না।।
গা মা পা মা গা রে
সা রে মা গা রে গা
রে সা রে সা নি সা।
নেই আলো চাঁদে যেন রাত কাঁদে
এ আঁধার শেষ তবু হয়না
যায় প্রেম সরে ফাঁকি দেয় মোরে
এই ব্যথা প্রাণে সয়না
হায় স্বপ্নে আঁখি আর ভাসে না।।
Random Song Lyrics :
- all the time - jxxiii lyrics
- sang en el fang - sangtraït lyrics
- katharine, katharine - sabbotage lyrics
- corona - conjunto corona lyrics
- keine zeit - dudeheit lyrics
- zéro - m le maudit lyrics
- here i go again - robforchetta lyrics
- legalise drugs & murder - electric wizard lyrics
- påsketur - øystein sunde lyrics
- lit de parade - live i stockholm 14 oktober 2008 - ulf lundell lyrics