
original - hemanta mukherjee lyrics
Loading...
সেদিন দুজনে দুলেছিনু বনে, ফুলডোরে বাঁধা ঝুলনা ।
সেই স্মৃতিটুকু কভু খনে খনে যেন জাগে মনে, ভুলো না ॥
সেদিন বাতাসে ছিল তুমি জানো— আমারি মনের প্রলাপ জড়ানো,
আকাশে আকাশে আছিল ছড়ানো তোমার হাসির তুলনা ॥
যেতে যেতে পথে পূর্ণিমারাতে চাঁদ উঠেছিল গগনে ।
দেখা হয়েছিল তোমাতে আমাতে কী জানি কী মহা লগনে ।
এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভার—
বাঁধিনু যে রাখী পরানে তোমার সে রাখী খুলো না, খুলো না ॥
Random Song Lyrics :
- ease - doused lyrics
- gaviota mañosa - los dinos lyrics
- lie - goin' places lyrics
- i'm grievin' and i'm worryin' - floyd council lyrics
- mother always (mixtape) [tracklist] - salem lyrics
- pieces (acoustic version) - avaion lyrics
- fever (acoustic) - june freedom & naïka lyrics
- snuff - soen lyrics
- bura u čaši vode - sanja djordjevic lyrics
- nek' je veselo - sanja maletić lyrics