
tumi robe nirobe - hemanta mukherjee lyrics
Loading...
তুমি রবে নীরবে হৃদয়ে মম
তুমি রবে নীরবে
নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী*সম
তুমি রবে নীরবে
মম জীবন যৌবন, মম অখিল ভুবন
তুমি ভরিবে গৌরবে নিশীথিনী*সম
তুমি রবে নীরবে হৃদয়ে মম
তুমি রবে নীরবে
জাগিবে একাকী তব করুণ আঁখি
তব অঞ্চলছায়া মোরে রহিবে ঢাকি
মম দুঃখবেদন, মম সফল স্বপন
মম দুঃখবেদন, মম সফল স্বপন
তুমি ভরিবে সৌরভে নিশীথিনী*সম
তুমি রবে নীরবে হৃদয়ে মম
তুমি রবে নীরবে
Random Song Lyrics :
- реки бреда, сочи (reki breda sochi) - димдэкт (dimdekt) lyrics
- slide 2 - cprickr lyrics
- 200k - bean team lyrics
- arson - ms2013 lyrics
- used to love her - the red river riot lyrics
- long summers - ynish, halcyon nights lyrics
- самое приятное (samoe priyatnoe) - димдэкт (dimdekt) lyrics
- blade - 20tokens lyrics
- come thru - jaide monroe lyrics
- b.o.m.b.s - miq the burb boy lyrics