
bose achhi path cheye - hemanta mukherjee_@brar lyrics
বসে আছি পথ চেয়ে
ফাগুনের গান গেয়ে
যত ভাবি ভুলে যাবো
মন মানে না
বসে আছি পথ চেয়ে
ফাগুনের গান গেয়ে
যত ভাবি ভুলে যাবো
মন মানে না
মন মানে না
বসে আছি পথ চেয়ে
ফাগুনের গান গেয়ে
যত ভাবি ভুলে যাবো
মন মানে না
মন মানে না
বেদনার শতদলে
স্মৃতির সুরভি জ্বলে
বেদনার শতদলে
স্মৃতির সুরভি জ্বলে
নিশীথের মনোবীণা
সুর জানে না
যত ভাবি ভুলে যাবো
মন মানে না
মন মানে না
আজ তুমি নেই সাথে
ভুলে থাকা ছলনাতে
মনে মনে ভাবি শুধু
তোমারই কথা
পাওয়া না*পাওয়ার মাঝে
অচেনার সুর বাজে
সুরভিত বিরহের
মর্মব্যাথা
আজ তুমি নেই সাথে
ভুলে থাকা ছলনাতে
মনে মনে ভাবি শুধু
তোমারই কথা
পাওয়া না*পাওয়ার মাঝে
অচেনার সুর বাজে
সুরভিত বিরহের
মর্মব্যাথা
তুমি ওগো তুমি মোরে
বেঁধেছো যে মায়াডোরে
তুমি ওগো তুমি মোরে
বেঁধেছো যে মায়াডোরে
সে বাঁধনে দু’নয়নে
ঘুম আসে না
যত ভাবি ভুলে যাবো
মন মানে না
মন মানে না
বসে আছি পথ চেয়ে
ফাগুনের গান গেয়ে
যত ভাবি ভুলে যাবো
মন মানে না
মন মানে না
Random Song Lyrics :
- awget lessan - mousv lyrics
- sweet dreams - fuckapache lyrics
- interestelar - los chikos del maíz lyrics
- underground - inoki lyrics
- arcad3 - blizzyxd lyrics
- before we start - harvard of the south lyrics
- #backpack!! - lil drummer boy lyrics
- improv - lil panda (apandah) lyrics
- new season designer - iayze lyrics
- joker - dal★shabet lyrics