
shakkhi - highway bangladesh lyrics
[intro]
কত তারা ঝড়ে যায়
কে রাখে কার খবর?
এই অদ্ভুদ পৃথিবীর কেউ কারো নয়
কত রক্তে কী মিশে যায়
কী সে নির্মম আঘাতে
থাকে দেওয়ালের ওপাশে বন্দি
নাই কোনো সাক্ষী নাই
[verse 1]
এত আপন ভেবছ যাকে
সেও নিচ্ছে না তো খবর
প্রতিদানের ফাঁসিতে ঝুলছে
জীবন্ত লাশ তোমার
আজ নির্বাক কাটিয়ে তুমি
কবে আসবে চোখে ঘুম
তুমি ফিরে পেতে চাও না কিছু
জেগে থেকে লাভ কী আর?
আঁধারে? অবহেলায়? অবলীলায়?
[pre chorus]
ধিক্কার দেয়ালে বন্দি
সান্ত্বনা নেই প্রার্থনায় আর
আজ নিঃশেষ হবার বেলায়
নাই কোনো সাক্ষী নাই
[chorus]
চেয়ে দেখ বন্ধু তুমি একা নও
যত সস্তা পিছুটান ঝেড়ে ফেলে দাও
জেগে উঠো উচ্ছ্বাসে
আর কোনো আশা নয়
দেখ কুয়াশায় ঝড়ছে রোদ
জানালা খুলে দাও
চেয়ে দেখ বন্ধু তুমি একা নও
যত সস্তা পিছুটান ঝেড়ে ফেলে দাও
জেগে উঠো উচ্ছ্বাসে
আর কোনো আশা নয়
দেখ কুয়াশায় ঝড়ছে রোদ
জানালা খুলে দাও
[instrumental]
[refrain]
যত ধিক্কার দেয়ালে বন্দি
সান্ত্বনা নেই প্রার্থনায় আর
আজ নিঃশেষ হবার বেলায়
নাই কোনো সাক্ষী নাই
আজ নিঃশেষ হবার*
[guitar solo]
Random Song Lyrics :
- summer of love - dannii minogue lyrics
- temps modernes (interlude) - vii lyrics
- d.n.a. - ka lyrics
- pins and needles - silversun pickups lyrics
- vs. pseud0nym [vorrunde 1 - vbt 2012] - acou lyrics
- surpresa, cabrão - nerve lyrics
- gravity - monsta x lyrics
- memorie rotte - dankint lyrics
- du wartest - kovu (german) lyrics
- at the end of the world - veridia lyrics