
villain - highway bangladesh lyrics
[verse 1]
আমি এক ভিলেন
সে ভালোবাসেনি আমায়
আমি হেরে গেছি জীবন জুয়ায়
কারণ আমি ভিলেন
আমি এক ভিলেন
আজ স্বপ্ন দেখি না বহুদিন
কেউ আপন হয় না আমার
কারণ আমি ভিলেন
আমি এক ভিলেন
সে ভালোবাসেনি আমায়
আমি হেরে গেছি জীবন জুয়ায়
কারণ আমি ভিলেন
আমি এক ভিলেন
আজ স্বপ্ন দেখি না বহুদিন
কেউ আপন হয় না আমার
কারণ আমি ভিলেন
[chorus]
আমি পান করি
এ ভাঙা স্বরে গান করি
আমাকে কষ্ট দিলে কোনো পাপ হয় না
আমি ভিলেন
এই আমি পান করি
এ ভাঙা স্বরে গান করি
আমাকে কষ্ট দিলে কোনো পাপ হয় না
আমি ভিলেন
[instrumental]
[verse 2]
দেখছ সবাই জীবন*নাটক
মঞ্চে আমি একাই আমার
অভিনয়ের সাক্ষী ছায়া মুখ
তোমরা যখন উৎসবে বিভোর
দেখ না কেউ তার আড়ালে
স্বপ্ন ভাঙা নষ্ট দু’টি চোখ
[pre chorus]
গল্প শেষে আমি নিখোঁজ
সবার চোখে ঝরুক খুশির কান্না
[chorus]
আমি পান করি
এ ভাঙা স্বরে গান করি
আমাকে কষ্ট দিলে কোনো পাপ হয় না
আমি ভিলেন
এই আমি পান করি
এ ভাঙা স্বরে গান করি
আমাকে কষ্ট দিলে কোনো পাপ হয় না
আমি ভিলেন
[post chorus]
আমি এক ভিলেন
আমাকে জানতে চাওয়াই বারণ
আমার নেই কোনো মান*অভিমান
কারণ আমি ভিলেন
আমি এক ভিলেন
আমাকে স্পর্শ করা বারণ
আমি একাই আমার অনুপ্রেরণা
কারণ আমি ভিলেন
[instrumental]
[verse 3]
মহো*মায়ায় কী আসে যায়?
দেখেছি অনেক আপন নেয়নি খোঁজ
তোমরা যাকে “কষ্ট” বলো
আমি বলি, “সব হারানো নিঃস্ব কারো
গায়ের শেষ টুকরো চাদর”
এ পৃথিবীটাই অনেক রঙিন
যদি থাকে রঙিন একটা
স্বপ্ন মাখা অক্ষত দু’টি চোখ
স্বপ্ন কবে হারিয়ে গেছে
রক্তে আমার মিশে গেছে
কালো কালো আঘাতের কণা
[pre chorus]
দুঃখ দিয়েই আকাশ আমার
করেছি আমি শত রঙে রঙিন
[chorus]
আমি পান করি
এ ভাঙা স্বরে গান করি
আমাকে কষ্ট দিলে কোনো পাপ হয় না
আমি ভিলেন
এই আমি পান করি
এ ভাঙা স্বরে গান করি
আমাকে কষ্ট দিলে কোনো পাপ হয় না
আমি ভিলেন
এই আমি পান করি
এ ভাঙা স্বরে গান করি
আমার স্বপ্নের নেই কোনো ছায়া
কারণ আমি ভিলেন
আমি পান করি
এ ভাঙা স্বরে গান করি
আমাকে কষ্ট দিলে কোনো পাপ হয় না
আমি ভিলেন
Random Song Lyrics :
- apocalypse - rozzy lyrics
- авов нітуп - denis leksiko lyrics
- inna - l2b lyrics
- slowdown - valen [ma] lyrics
- тела (bodies) - единица (edinitsa) lyrics
- last day of summer - camrøn jønes lyrics
- 둥지 (nest) - yebit (예빛) lyrics
- jealous - ulman maksim lyrics
- last time you see me - n1ghtok lyrics
- halo around my heart - luminatus lyrics