
smoke - hothat lyrics
রাতের শেষে ভোরের আগে
চুপিচুপি আসো
পাথর বাঁধা প্রজাপতির ডানা মেলে বসো
দিনের আলোয় আমাকে ভালোবাসা মানা
সাপের গানে নেচে মেতে উঠে কবুতর ছানা
চাই যে তোমায়, চাঁদের কোণায়
আমি বসে আছি
কালো*সাদা রংধনুতে আঁকা আমার ছবি
গোলাপ ফুলের ছেঁড়া পাতার কবিতার কবি
বুকের আলিঙ্গনে লুকিয়ে রেখো সেই ছোঁয়া
স্বপ্ন পূরণ করে দেখো বাস্তব হলো ধোঁয়া
চাই যে তোমায়, চাঁদের কোণায়
আমি বসে আছি
সাগর চিরে, শেষের তীরে সর্বনাশী
আঁধার কোলে আমার মনে চুপিচুপি আসো
অশান্তির সম্ভাবনায় ভালোবাসো
আঁধার কোলে আমার মনে চুপিচুপি আসো
অশান্তির সম্ভাবনায় ভালোবাসো
আঁধার কোলে আমার মনে চুপিচুপি আসো
অশান্তির সম্ভাবনায় ভালোবাসো
আঁধার কোলে আমার মনে চুপিচুপি আসো
অশান্তির সম্ভাবনায় ভালোবাসো
আঁধার কোলে আমার মনে চুপিচুপি আসো
অশান্তির সম্ভাবনায় ভালোবাসো
আঁধার কোলে আমার মনে চুপিচুপি আসো
অশান্তির সম্ভাবনায় ভালোবাসো
আঁধার কোলে আমার মনে চুপিচুপি আসো
অশান্তির সম্ভাবনায় ভালোবাসো
আঁধার কোলে আমার মনে চুপিচুপি আসো
অশান্তির সম্ভাবনায় ভালোবাসো
আঁধার কোলে আমার মনে চুপিচুপি আসো
অশান্তির সম্ভাবনায় ভালোবাসো
Random Song Lyrics :
- muli - rannie raymundo lyrics
- il ne reste rien - cloé mailly lyrics
- fuego - dillinger (inst:@dillingerstar) lyrics
- девица (maiden) - две тысячи ярдов (dve tysyachi yardov) lyrics
- 4x4 - redo (tur) lyrics
- тебе (for you) - andrenalin lyrics
- sky of pain, pt. ii - promonant lyrics
- after all (acoustic) - all saints lyrics
- crybaby - fake dad lyrics
- naga$aki freestyle 2 - z slump lyrics