
aki chowa - hridoy khan lyrics
Loading...
এই পথের
বল শেষ কোথায়
বলবে কি আমায়
পাশাপাশি
এ ছুটে চলা
মুখে নেই ভাষা৷
আহা একি ছোঁয়া
নিশি দিন
শিহরণে কাটে এ বেলা৷
আহা একি ছোঁয়া
নিশি দিন
শিহরণে কাটে এ বেলা৷
সময়
ফুরিয়ে যায়
সিকি টুকুই থাকে
আবেগী সে মাখামাখি
বারে বারে পিছু ডাকে…
আহা একি ছোঁয়া
নিশি দিন
শিহরণে কাটে এ বেলা৷
আহা একি ছোঁয়া
নিশি দিন
শিহরণে কাটে এ বেলা৷
আর কখনো
পাবো কি তোমায়
দিন কাটে আশায়
কাছাকাছি
কি ছলা কলা
মনে জাগে আশা৷
আহা একি ছোঁয়া
নিশি দিন
শিহরণে কাটে এ বেলা ৷
আহা একি ছোঁয়া
নিশি দিন
শিহরণে কাটে এ বেলা ৷
একি ছোঁয়া
নিশি দিন
শিহরণে কাটে এ বেলা ৷
আহা একি ছোঁয়া
নিশি দিন
শিহরণে কাটে এ বেলা ৷
একি ছোঁয়া
শিহরণে
আহা একি ছোঁয়া
শিহরণে কাটে
baby i miss you(একি ছোঁয়া)
baby i love you(এ বেলা)
baby i miss you
baby i love you
baby i miss you(miss you)
Random Song Lyrics :
- and managerspeakerreset - hunters (ft. mrspace} - lilcramanmusic lyrics
- littlemewantcrystall - arctica1000 lyrics
- no true scotsman - the native howl lyrics
- masters of control - game over (thrash) lyrics
- good feeling (levels remix) - flo rida lyrics
- bajo los almendros - welcome nogaro lyrics
- clap - frijo lyrics
- favorite outfit - punkinloveee lyrics
- who is the shooter? - zentheskeleton lyrics
- просто нравится (he just likes it) - lessfall lyrics