
aral - hridoy khan lyrics
edited by mishu mohammad 2 days ago
আড়ালে থেকে কে যে ডেকে যায়
ও আড়ালে থেকে কে যে ডেকে যায়
আড়ালে সে থেকে যায়
নীরলে সে ডেকে যায়
আমি সেই ডাকে যেনো -তোলপাড়
কোথায় সে হায়, কোথাও সে নাই
কোথায় সে হায়, কোথাও সে নাই
কত যে মুখ উঁকি দিয়ে যায়
স্মৃতির জানালা দিয়ে
মিলিয়ে দেখি কোন সে ছবি আমায় যায় ছুঁয়ে ওহো
ও হো, কত যে মুখ উঁকি দিয়ে যায়
স্মৃতির জানালা দিয়ে
মিলিয়ে দেখি কোন সে ছবি আমায় যায় ছুঁয়ে ওহো
আড়ালে সে থেকে যায়
নীরলে সে ডেকে যায়
আমি সে ডাকে যেনো -তোলপাড়
কোথায় সে হায়, কোথাও সে নাই
কোথায় সে হায়, কোথাও সে নাই
একলা এই, এ মনটা আমার
আবেগ উদাসীমগন
দাও না দেখা আড়ালে একা থাকা প্রিয়জন, ওহো
একলা এই, এ মনটা আমার
আবেগ উদাসীমগন
দাও না দেখা আড়ালে একা থাকা প্রিয়জন, ওহো
আড়ালে সে থেকে যায়
নীরলে সে ডেকে যায়
আমি সে ডাকে যেনো -তোলপাড়
কোথায় সে হায়, কোথাও সে নাই
কোথায় সে হায়, কোথাও সে নাই
Random Song Lyrics :
- numb - cast of zoey’s extraordinary playlist lyrics
- почуття (feeling) - настя каменских (nastya kamenskyh) lyrics
- jeová nissi - afonso augusto lyrics
- i need friends - the umpteens lyrics
- непокорённый (unconquered) - кипелов (kipelov) lyrics
- ugly duck - ohsobrkn lyrics
- i know it well - yellow house lyrics
- freestyle skyrock #3 - 1pliké140 lyrics
- 真夏の毒キノコ (poison mushroom of midsummer) - veltpunch lyrics
- isla vista - adrianqmc lyrics