
chero na - hridoy khan lyrics
Loading...
ছেড়ো না, ছেড়ো না,
বলি এ হৃদয়ে আজ এসো না,
ভুলো নাগো ভুলো না,
কি করে ভুলি সে কথা?
অভিমান করে থেকো না…
কোথায় যাবে ছেড়ে আমায়?
তোমায় ভুলা সে তো বড় দায়…
জোছনা গড়েছে সুখের বাড়ি,
থেকো না করে আড়ি,
পাবেনা কোথায় এমনও ঠিকানা-
আপন ভেবে বলি…
জোছনা গড়েছে সুখের বাড়ি,
থেকো না করে আড়ি,
পাবেনা কোথায় এমনও ঠিকানা-
আপন ভেবে বলি…
কোথায় যাবে ছেড়ে আমায়?
তোমায় ভুলা সে তো বড় দায়…
ছেড়ো না, ছেড়ো না-
বলি এ হৃদয়ে আজ এসো না,
ভুলো না গো ভুলো না-
কি করে ভুলি সে কথা?
অভিমান করে থেকো না,
কোথায় যাবে ছেড়ে আমায়?
তোমায় ভুলা সে তো বড় দায়…
(end)
Random Song Lyrics :
- smoothie gang - krisiskool lyrics
- too long - thebreathingbackwards lyrics
- cowards - publicist uk lyrics
- excretory eat anorexia nervosa - soft cell lyrics
- born to lose, live to win - hammered overkill lyrics
- hasta que te vuelva a ver - la celestina lyrics
- tuhan pimpin anakmu - natashia nikita lyrics
- qué grandes amigos - claudio baglioni lyrics
- the case of sydney barringer - allone (usa) lyrics
- bud - verbal abuse lyrics