
your love - i†† lyrics
শিরোনামঃ একটু বসিয়া থাকো
আর্টিস্টঃ কনক ও কার্তিক
অ্যালবামঃ নিয়ন আলোয় স্বাগতম
কর্ডসঃ munna_iub
তুমি আমার পাশে বন্ধু হে
বসিয়া থাক
একটু বসিয়া থাক
তুমি আমার পাশে বন্ধু হে
বসিয়া থাক
একটু বসিয়া থাক
আমি মেঘের দলে আছি, আমি ঘাসের দলে আছি
আমি মেঘের দলে আছি, আমি ঘাসের দলে আছি
তুমিও থাক বন্ধু হে
বসিয়া থাক
একটু বসিয়া থাক
রোদের মধ্যে রোদ হয়ে যাই, জলের মধ্যে জল
রোদের মধ্যে রোদ হয়ে যাই, জলের মধ্যে জল
বুকের মধ্যে বন্ধু একটা নিঃশূন্য অঞ্চল
বুকের মধ্যে বন্ধু একটা নিঃশূন্য অঞ্চল
তুমি আমার পাশে বন্ধু হে
বসিয়া থাক
একটু বসিয়া থাক
আমি পাতার দলে আছি, আমি ডানার দলে আছি।
আমি পাতার দলে আছি, আমি ডানার দলে আছি।
তুমিও থাক বন্ধু হে
বসিয়া থাক
একটু বসিয়া থাক
মেঘের মধ্যে মেঘ হয়ে যাই, ঘাসের মধ্যে ঘাস
মেঘের মধ্যে মেঘ হয়ে যাই, ঘাসের মধ্যে ঘাস
বুকের মধ্যে হলুদ একটা পাতার দীর্ঘশ্বাস
তুমি আমার পাশে বন্ধু হে
বসিয়া থাক
একটু বসিয়া থাক
তুমি আমার পাশে বন্ধু হে
বসিয়া থাক
একটু বসিয়া থাক
Random Song Lyrics :
- growing - nurtle lyrics
- crush on me? - lovlaine lyrics
- fireworks-#000000- - uchuu; lyrics
- a batalha espiritual - valto pires oficial lyrics
- я хочу приору (i want a priora) - isabb lyrics
- the second law: unsustainable (u.s. arenas) - muse lyrics
- galaxy - mjkingskings lyrics
- sut den selv - situationsfornærmelse lyrics
- allergy season - khatumu lyrics
- tudo entrego a ti - ministério alive lyrics