
bhromor koyo giya - iman chakraborty lyrics
Loading...
রাধায় না খায় অন্ন
না খায় পানি
নাহি বান্ধে কেশ রে
ভ্রমর কইয়ো গিয়া
ভ্রমর কইয়ো গিয়া
শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে
অঙ্গ যায় জ্বলিয়া রে
ভ্রমর কইয়ো গিয়া
ও ভ্রমর রে
কইয়ো কইয়ো কইয়োরে ভ্রমর
কৃষ্ণরে বুঝাইয়া
মুই রাধা মইরা যাইমু রে
কৃষ্ণ হারা হইয়ারে
ভ্রমর কইয়ো গিয়া
আগে যদি জানতাম রে ভ্রমর
যাইবা রে ছাড়িয়া
আগে যদি জানতাম রে ভ্রমর
যাইবা রে ছাড়িয়া
মাথার কেশর দুইভাগ করিরে
রাখিতাম বান্দিয়া রে
ভ্রমর কইয়ো গিয়া
ভ্রমর কইয়ো গিয়া
শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে
অঙ্গ যায় জ্বলিয়া রে
ভ্রমর কইয়ো গিয়া
ও ভ্রমর রে
ও ভ্রমর রে
ভাইবে রাধারমণ বলে
শোনরে কালিয়া
ভাইবে রাধারমণ বলে
শোনরে কালিয়া
নিভা ছিলো মনের আগুন
কি দিলা জ্বালাইয়া রে
ভ্রমর কইয়ো গিয়া
ভ্রমর কইয়ো গিয়া,
শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে
অঙ্গ যায় জ্বলিয়া রে
ভ্রমর কইয়ো গিয়া
Random Song Lyrics :
- talk too much - rockstarrican lyrics
- zu weite pants - okfella lyrics
- fondali marini - lele adragna lyrics
- bahar gelmiş neyleyim - zeki müren lyrics
- salaat - rappers in prison (r.i.p.) lyrics
- 「beautiful day」 - surroundgatari lyrics
- home - hopex lyrics
- stressed out! - screwyounick! lyrics
- witches - sasha and the valentines lyrics
- 530 - 2 - opal lyrics