
krishnapreme pora deho - iman chakraborty lyrics
কৃষ্ণ প্রেমে পোড়া দেহ
কি দিয়ে জুড়াই বলো সখি
কি দিয়ে জুড়াই বলো সখি
কৃষ্ণ প্রেমে পোড়া দেহ
কি দিয়ে জুড়াই বলো সখি
কি দিয়ে জুড়াই বলো সখি
কে বুঝবে অন্তরের ব্যথা
কে মোছাবে আঁখি
কি দিয়ে জুড়াই বলো সখি
কি দিয়ে জুড়াই বলো সখি
যে দেশেতে আছে আমার
বন্ধু চাঁদ কালা
সে দেশেতে যাব নিয়ে
ফুলের মালা
যে দেশেতে আছে আমার
বন্ধু চাঁদ কালা
সে দেশেতে যাব নিয়ে
ফুলের মালা
নগর গাঁয়ে ঘুরবো আমি
যোগিনী বেশ ধরি
কি দিয়ে জুড়াই বলো সখি
কি দিয়ে জুড়াই বলো সখি
তোমরা যদি দেখে থাকো
খবর দিও তারে
নইলে আমি প্রাণ ত্যাজিব
যমুনারই ধারে
কালা আমায় করে গেল
অসহায় একাকী
কি দিয়ে জুড়াই বলো সখি
কি দিয়ে জুড়াই বলো সখি
কালাচাঁদকে হারাইয়ে
হইলাম যোগিনী
কত দিবা নিশি গেল
কেমনে জুড়াই প্রাণী
লালন বলে, যুগল চরণ
আমার ভাগ্যে হবে কি
কি দিয়ে জুড়াই বলো সখি
কি দিয়ে জুড়াই বলো সখি
কৃষ্ণ প্রেমে পোড়া দেহ
কি দিয়ে জুড়াই বলো সখি
কি দিয়ে জুড়াই বলো সখি
কি দিয়ে জুড়াই বলো সখি
কি দিয়ে জুড়াই বলো সখি
Random Song Lyrics :
- agora não sou ninguém - diego faria lyrics
- either way - 3mfrench lyrics
- fine line - ras lyrics
- confetti - doublecamp lyrics
- we already dxed - thegreatraw lyrics
- see you, see me - yawners lyrics
- forever 84 (remix) - huckleberry p lyrics
- a crusade for the broken - call us forgotten (metal) lyrics
- o profeta - lauriete lyrics
- won't look back - stayloose & last heroes lyrics