lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

phul gachhte lagaichhilam - iman chakraborty lyrics

Loading...

ফুলগাছটি লাগাইছিলাম
ধূলা*মাটি দিয়া রে
ফুলগাছটি লাগাইছিলাম
ধূলা*মাটি দিয়া রে
সে ফুল ফুটিয়া রইলো
অগম দইরার মাঝারে
সে ফুল ফুটিয়া রইলো
অগম দইরার মাঝারে

গাছে আইলো বড় আম
ছয় আনা সাত আনা দাম
গাছে আইলো বড় আম
ছয় আনা সাত আনা দাম
বড় আম বড় মিঠা লাগে রে
ওই বাঁকুড়া বাজারে লাজ রাখে রে
ওই বাঁকুড়া বাজারে লাজ রাখে রে

কদম গাছে মোহনচূড়া
দাঁড়ায় আছে নবীন ছোঁড়া
কদম গাছে মোহনচূড়া
দাঁড়ায় আছে নবীন ছোঁড়া
ওরে ছোঁড়া, মোদের পাড়ায় যাবি লো?
আরে গেঁথে দিবো বিনি সুতোর মালা
আমি গেঁথে দিবো বিনি সুতোর মালা

ফুলগাছটি লাগাইছিলাম
ধূলা*মাটি দিয়া রে
ফুলগাছটি লাগাইছিলাম
ধূলা*মাটি দিয়া রে
সে ফুল ফুটিয়া রইলো
অগম দইরার মাঝারে
সরফে সরফে যাবো
বাছে বাছে টোফা লিবো
সরফে সরফে যাবো
বাছে বাছে টোফা লিবো
সেই টোফায় চালভাজা খাবো লো
সফল জনম আর কি পাবো?
আমি সফল জনম আর কি পাবো?

ফুলগাছটি লাগাইছিলাম
ধূলা*মাটি দিয়া রে
ফুলগাছটি লাগাইছিলাম
ধূলা*মাটি দিয়া রে
সে ফুল ফুটিয়া রইলো
অগম দইরার মাঝারে

আম গাছে আম লাই
খুঁটা কেন লাড়ো রে
আম গাছে আম লাই
খুঁটা কেন লাড়ো রে
তুমার দেশে আমি নাই
আঁখি কেন ঝাড়ো রে?

গাছে আইলো বড় আম
ছয় আনা সাত আনা দাম
গাছে আইলো বড় আম
ছয় আনা সাত আনা দাম
বড় আম বড় মিঠা লাগে রে
ওই বাঁকুড়া বাজারে লাজ রাখে রে
ওই বাঁকুড়া বাজারে লাজ রাখে রে
ফুলগাছটি লাগাইছিলাম
ধূলা*মাটি দিয়া রে
ফুলগাছটি লাগাইছিলাম
ধূলা*মাটি দিয়া রে
সে ফুল ফুটিয়া রইলো
অগম দইরার মাঝারে
সে ফুল ফুটিয়া রইলো
অগম দইরার মাঝারে
সে ফুল ফুটিয়া রইলো
অগম দইরার মাঝারে

Random Song Lyrics :

Popular

Loading...