
fire ashona - imran mahmudul lyrics
Loading...
[verse 1]
স্মৃতির মাঝে ডুব সাঁতারে
বুকের ভেতর উঠছে কেঁপে
জলরাশিতে চোখের সাগর
থেমে থেমে উঠছে ফেঁপে
[chorus]
বলো কিভাবে রবো এভাবে
আমায় গোছাবে কে দু’হাতে
ফিরে আসো না, আর তো পারি না
বাঁচি চলো না আবার একসাথে
[verse 2]
কতটা কঠিন বাঁচা তুমিহীন
আঁধারে বিলীন স্বপ্নেরা হায়
থেমে জীবন আছে এখন
বাঁচার এমন মানে কোথায়
[refrain]
কেন যে হায় পূর্ণতাকে
মেলালে নীল শূন্যতাতে
[chorus]
বলো কিভাবে রবো এভাবে
আমায় গোছাবে কে দু’হাতে
ফিরে আসো না, আর তো পারি না
বাঁচি চলো না আবার একসাথে
[verse 3]
হারানো ক্ষত অবিরত
মনেতে কত ব্যথা দিয়ে যায়
দিনে রাতে আর্তনাদে
প্রেম যে কাঁদে, কি করে বোঝাই
[refrain]
কেন যে হায় পূর্ণতাকে
মেলালে নীল শূন্যতাতে
[chorus]
বলো কিভাবে রবো এভাবে
আমায় গোছাবে কে দু’হাতে
ফিরে আসো না, আর তো পারি না
বাঁচি চল না আবার একসাথে
[outro]
আবার একসাথে
Random Song Lyrics :
- nie widzimy się - młody yerba x mały elvis lyrics
- no te acuerdas - abstracto lyrics
- tequila again - brothers osborne lyrics
- psycho crisix world - crisix lyrics
- jezus w kebabie - j3zus lyrics
- (дом) (house) - промзона 96 (promzona 96) lyrics
- a graceful retreat - reality club lyrics
- ready to go steady - the go! team lyrics
- tiempo - little jesus lyrics
- on hands and knees - scorching winter lyrics