
vashi dubi - imran lyrics
Loading...
ভাবনা জুড়ে সারাদিন তুই
স্বপ্নলোকে তোকে আমি ছুঁই
তোর মাঝে আমি ভাসি ডুবি । – [ ২ বার ]
জানিনা কে আমায় শেখাবে
বলতে হবে তোকে কিভাবে
তোকে ভালবাসি খুবই ।
তোর মাঝে আমি ভাসি ডুবি
তোকে ভালবাসি খুবই । – [ ২ বার ]
কিছু কিছু, কথা থাকে
মুখ বলে যা বোঝানোর নয় ।
চোখটা দেখে মনটা পড়ে
সেই কথা গুলো বুঝে নিতে হয় ।
ও।। আর কতদিন, তোরই আসায়,
দিন গুনে জেতে হবে আমায়?,
মনের কথা, বলতে না পারার,
কষ্ট গুলো যে আমাকে পোড়ায় ।
কবে মন টাকে ছুবি?
বুঝবি ভালবাসি খুবই ।
তোর মাঝে আমি ভাসি ডুবি
তোকে ভালবাসি খুবই । – [ ২ বার ]
ভাবনা জুড়ে সারাদিন তুই
স্বপ্নলোকে তোকে আমি ছুঁই
তোর মাঝে আমি ভাসি ডুবি ।
জানিনা কে আমায় শেখাবে
বলতে হবে তোকে কিভাবে
তোকে ভালবাসি খুবই ।
তোর মাঝে আমি ভাসি ডুবি
তোকে ভালবাসি খুবই । – [ ২ বার ]
][ সমাপ্ত ][
Random Song Lyrics :
- the worst girl in the world - ginger bronson lyrics
- dirty diana - bluee lyrics
- welcome to ontario - tending bike lyrics
- pegada selvagem* - chefin lyrics
- water from the cactus - wyeijn lyrics
- high off life - massiah lyrics
- sitcom (track 2) - loto (fra) lyrics
- money hungry krab - j bobs lyrics
- film - dhali lyrics
- drei kreuze - megaloh lyrics