
pounopunik - indalo lyrics
Loading...
যাবার সময় এখন খুব কাছেই
ঘুম ভাঙ্গাবো কিনা তাই ভাবছি
আবার দেখা হলে চিনে নিও –
আলো নিভে যাক
আমার ঘরে
তবু অন্ধকারেই লিখব
হয়ত শেষ বলেই কিছু নেই।
ফেরার সময় এখন খুব কাছেই
শেষ সূর্যের পথ থামাবার পথ নেই
আলো নিভে যাক
জ্বলুক আঁধার
গহন অতলে
ছায়ার আড়ালে
গিয়েও ফিরি আবার
আমি বারে বার।
দূরে গিয়ে ফিরে আসি বারে বার –
পথ চেনার আরো বাকি
ফিরি আবার
আমি বারে বার –
হারাবো বলে যত হাঁটি
হয়ত শেষ বলে কিছু নেই।
Random Song Lyrics :
- losing myself - palmo stingah lyrics
- 寅一 (toraichi) - kowichi lyrics
- chico cuidao' - julia cry lyrics
- take me home, country roads (acoustic) - music travel love lyrics
- flick outta foreign - sdot go, jay hound, & jay5ive lyrics
- meen ye2oul - مين يقول - marwan moussa - مروان موسى lyrics
- thank you lord - kamani batista lyrics
- olivella summer - pak.o. (08818) lyrics
- starstruck (ft. séb mont) - mark mendy & hanno lyrics
- eat these pains (feat. bigbabygucci) - kantuftw lyrics