
momo chitte nite - indrani sen lyrics
Loading...
মম চিত্তে নিতি নৃত্যে
কে যে নাচে তাতা থৈথৈ,
তাতা থৈথৈ, তাতা থৈথৈ.
তারি সঙ্গে কী মৃদঙ্গে সদা বাজে
তাতা থৈথৈ তাতা থৈথৈ তাতা থৈথৈ ॥
হাসিকান্না হীরাপান্না দোলে ভালে,
কাঁপে ছন্দে ভালোমন্দ তালে তালে,
নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে,
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ.
কী আনন্দ, কী আনন্দ, কী আনন্দ
দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ—
সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ ॥
Random Song Lyrics :
- ftp - prophetam lyrics
- under my skin - elliot jye lyrics
- scotch - ohchort lyrics
- beak ya neck - gingervitis lyrics
- suwaya kar na - harleen singh lyrics
- control* - derrick milano lyrics
- 2 souls - matt easton lyrics
- tvoje nježne godine - arsen dedic lyrics
- please - rats (ita) lyrics
- ko-ko (ko-ko) - ohchort lyrics