
bristir dine - indranil sen lyrics
Loading...
বৃষ্টির দিনে স্বপ্ন মধুর বাউল বাতাস
কত রোমাঞ্চিত করে বৃষ্টির দিনে
কত আনন্দ দেয় উদাস করে তোলে জীবন
বৃষ্টির দিনে স্বপ্ন মধুর বাউল বাতাস
কত রোমাঞ্চিত করে আমায়
মন চলে যায় কুড়ি বছর পিছনে
মনে পরে সেই উতল হাওয়া
মন চলে যায় কুড়ি বছর পিছনে
মনে পরে সেই উতল হাওয়া
জীবনের নাটকে প্রথম অধ্যায়
উচ্ছল সেই দিনগুলি বৃষ্টির দিনে
স্বপ্ন মধুর বাউল বাতাস
কত রোমাঞ্চিত করে আমায়
মন খুঁজে আজ ফেলে আশা তোমাকে
শুনে সে গান যা তোমার গাওয়া
মন খুঁজে আজ ফেলে আশা তোমাকে
শুনে সে গান যা তোমার গাওয়া
তুমি যার শুরুটাই গাইলে সে দিন
শেষটুকু আজও জার বাকি
বৃষ্টির দিনে স্বপ্ন মধুর বাউল বাতাস
কত রোমাঞ্চিত করে আমায়
কত আনন্দ দেয় উদাস করে তোলে জীবন
বৃষ্টির দিনে স্বপ্ন মধুর বাউল বাতাস
কত রোমাঞ্চিত করে আমায়
হুম হু হু
হুম হু হু
হুম হু হু
হুম হু
হুম হু হু
হুম হু
Random Song Lyrics :
- funny face - betty gillett lyrics
- die slow (tobacco rmx) - health lyrics
- little bit of honey - thomas ventura lyrics
- pull up 3 - threetoyd lyrics
- hymn for healed bruises - solani lyrics
- i'm tore up - billy gayles lyrics
- the devil you know - marko hietala lyrics
- barcă - ouannnn lyrics
- nostaligic - ljaytherocka lyrics
- roots (in my mind) - maxine lyrics