
jibonpuer pathik - indranil sen lyrics
জীবন পুরের পথিক রে ভাই
কোন দেশেই সাকিন নাই
কোথাও আমার মনের খবর
পেলাম না।।
জীবন পুরের পথিক রে ভাই
কোন দেশেই সাকিন নাই
কোথাও আমার মনের খবর
পেলাম না।।
কোথাও আমার মনের খবর
পেলাম না।।
খেয়াল পোকা যখন আমার
মাথায় নড়ে চড়ে
আমার তাসের ঘরের বসতি
হে ওমনি ভেঙ্গে পরে রে
খেয়াল পোকা যখন আমার
মাথায় নড়ে চড়ে
আমার তাসের ঘরের বসতি
হে ওমনি ভেঙ্গে পরে…
তখন তালুক ছেড়ে মুলুক
ফেলে হইরে ঘরের বার
বন্ধু রে…
তালুক ছেড়ে মুলুক ফেলে
হইরে ঘরের বার
আমি কোথাও আমার মনের
খবর পেলাম না।
জীবন পুরের পথিক রে ভাই
কোন দেশেই সাকিন নাই
কোথাও আমার মনের খবর
পেলাম না।।
কোথাও আমার মনের খবর
পেলাম না।।
মন চলে আগে আগে আমি পরে
রই বন্ধু
মন চলে আগে আগে আমি পরে
রই
সোনার পিঞ্জর দিলাম
বাঁধে বাসা কই
পাখি বাঁধে বাসা কই
অকুল গাঙে ভাসলাম আমি
কুলের আশা ছাড়ি বন্ধু
রে…
অকুল গাঙে ভাসলাম আমি
কুলের আশা ছাড়ি
তবু কোথাও আমার মনের খবর
পেলাম না
জীবন পুরের পথিক রে ভাই
কোন দেশেই সাকিন নাই
কোথাও আমার মনের খবর
পেলাম না।।
কোথাও আমার মনের খবর
পেলাম না।।
Random Song Lyrics :
- mi wawita - kike pinto lyrics
- uncultured (prod by jean parker x daks9k) - kiitt lyrics
- esibayeni - sun-el musician lyrics
- run - steven marcelo lyrics
- como o céu - ariwell lyrics
- in my zone - saca lyrics
- in my mind - camila knight lyrics
- she’s that kinda woman - vin deca lyrics
- kiki - icy subzero lyrics
- floating - wrldwide_gang lyrics