
priotomeshu - inkredible (bd) lyrics
[verse 1: inkredible]
জীবন চলছিল যে একা পথে যেমন চলে ঢেউ
হটাৎ করে মায়াজালে মন টা আটকে ফেলে কেউ
দেখা দিল মরুর তীরে যেন এক ফোয়ারা জল
আর সেই জলে ফোটালো সে যে ব্যাথার নীলোৎপল
ঈষৎ হরিণী তার চোখ জোড়া, কলাবতীর ফুল ঝরা
কাজল কালো করলে পরে বৃষ্টি লেখে যায় ছড়া
খুব ক্ষরা, দেখা দেবে উত্তরের মেরুতে
শ্রাবণ ধারা বইতে থাকবে মন খারাপ করাতে
পাগল যদি আমায় ভাব ভাবতে পার তা
হাজার ভিড়ের মধ্যে খুজেই নেব তোমার দরজা
বোকার মত টোকা দেব আমি যতক্ষন না খুলবে
তোমার পাড়ার বড় ভাইরা মারতে আসবে শুনলে
কত মারবে? দাঁড়িয়ে থাকব কাঁকতাড়ুয়ার মত
তোমায় দৃষ্টি গোচর হলেই শুকিয়ে যাবে ক্ষত
প্রশ্ন করবে অবিরত যানতে চাইবে পরিচয়
জবাব দেব তোমার মনে একটু যায়গা পেলেই হয়
[chorus: the melodian]
ভয় হয়, বলেই দেবো নাকি তাকে আজ আমি
অথৈ জল অরণ্যে সে ত শঙ্খ দ্বীপের রানী
রঙিন গল্প হবে কি সে আমার গানের লেখায়
দেখা দেবে আমার লেখা কোন এক রুপকথায়
[verse 2: inkredible]
অর্ফিয়াসের বাঁশি হতে বললে হয়ে যাব তাই
ছাই হবে আমার সুরে পাতাল পুরে পুরোটাই
আসছ নাকি? ফিরে দেখব আমি পেছনে তাকিয়ে
গ্রীক পুরাণটা পালটে ফেলব তোমায় সঙ্গে নিয়ে
চোখরাঙানি দিয়ে তাকাও যদি এ চোখে
নায়াগ্রা টা শুকিয়ে যাবে জলবায়ুর তোপে
তোমার জন্যে ঝুলিয়ে দিতেই পারি পারির তীরে তালা
গলাতে পরেছ কি আজ সন্ধামালতী মালা?
বসন্তটা আসলে যখন ফুটবে কৃষ্ণচূড়া ফুল
জ্ঞান হারাবো যে দেখলে তোমার কৃষ্ণকালো চুল
গোধুলী বেলা সন্ধাতারা কাঁশবনে যে দেবে উঁকি
অলিতে*গলিতে শহরতলিতে হারিয়ে তোমায় একা খুজি
ইচ্ছে আছে তোমার জন্যে লেখেই ফেলবো মহাকাব্য
জানি না তো আমি তা কবে হবে সমাপ্ত
যদি তারও আগে ছেড়ে যায় জীবন খেয়াতরী
হিজলপাতায় আমায় শুনবে অভ্র নীলাম্বরী
[chorus: the melodian]
ভয় হয়, বলেই দেবো নাকি তাকে আজ আমি
অথৈ জল অরণ্যে সে ত শঙ্খ দ্বীপের রানী
রঙিন গল্প হবে কি সে আমার গানের লেখায়
দেখা দেবে আমার লেখা কোন এক রুপকথায়
[verse 3: inkredible]
চলতে গিয়ে হঠাৎ করে যদি পড়ে আমায় মনে
কল্পনাতে হাজির হবো তোমার চোখের কোণে
শীতলপাটি বুনে বাঁধাবো তোমার অঙ্গন
মন্দিরার আওয়াজে ঝনঝনিয়ে উঠবে কঙ্কণ
বানিয়ে ফেলব দুজন মিলে একটা কল্পনগরী
সাজবে আকাশ টা তো যেমন সাজে পুষ্পমঞ্জরি
চিন্ময়ীকে লাল শাড়িতে দেখতে লাগবে অপরুপ
ডুব দেবে ইন্দু ঐ আকাশে সেও নয় নিখুত
সব আলো নিভে যাবে জোনাকিরা আলো দেবে
অভ্রমন্ডলের কোয়েজারও যে আবছা হয়ে যাবে
মাঝেমাঝে দূরে থেকে যদি তব দেখা পাই
সাহসে কুলোয় না যেন তোমার সামনে যাই
নিজের সঙ্গে এ লড়াই যদি কর অপমান
সত্যি কথা বলতে গেলে আমি নিজেই সন্দিহান
কারন বললে যদি হারিয়ে ফেলি আর কি পাবো দেখা
তাই তো পাঠালাম এ চিঠি যত্ন করে লেখা
[chorus: the melodian]
ভয় হয়, বলেই দেবো নাকি তাকে আজ আমি
অথৈ জল অরণ্যে সে ত শঙ্খদ্বীপের রানী
রঙিন গল্প হবে কি সে আমার গানের লেখায়
দেখা দেবে আমার লেখা কোন এক রুপকথায়
Random Song Lyrics :
- evidemment - rifa lyrics
- nobody's home - doc robinson lyrics
- buông thôi - hoàng ngọc hà lyrics
- gimme all your love - double you lyrics
- nightmare - je$e (emo rap) lyrics
- niech mówi serce - wilki lyrics
- the watcher in the walls - aversio humanitatis lyrics
- yesuvae ummai piriyadha - ostan stars lyrics
- rise of thunder - midnight odyssey lyrics
- ニュー香港 (new hong kong) - 吉澤嘉代子 (kayoko yoshizawa) lyrics