
ore grihabasi - isheeta ganguly lyrics
ওরে গৃহবাসী (রবীন্দ্রসংগীত)
…অংশু…
ওরে গৃহবাসী
খোল্,
দ্বার খোল্,
লাগল যে দোল।
স্থলে জলে বনতলে
লাগল যে দোল।
দ্বার খোল্,
দ্বার খোল্॥
ওরে গৃহবাসী খোল্,
দ্বার খোল্,
লাগল যে দোল।
স্থলে জলে বনতলে
লাগল যে দোল।
দ্বার খোল্,
দ্বার খোল্॥
রাঙা হাসি
রাশি রাশি
অশোক পলাশে,
রাঙা নেশা মেঘে
মেশা প্রভাত-আকাশে,
রাঙা হাসি
রাশি রাশি
অশোক পলাশে,
রাঙা নেশা মেঘে
মেশা প্রভাত-আকাশে,
নবীন পাতায় লাগে
রাঙা হিল্লোল।
দ্বার খোল্, দ্বার খোল্॥
ওরে গৃহবাসী.
বেণুবন মর্মরে দখিন বাতাসে,
প্রজাপতি দোলে
ঘাসে ঘাসে।
বেণুবন মর্মরে দখিন বাতাসে,
প্রজাপতি দোলে
ঘাসে ঘাসে।
মৌমাছি ফিরে যাচি
ফুলের দখিনা,
পাখায় বাজায়
তার ভিখারির বীণা,
মৌমাছি ফিরে যাচি
ফুলের দখিনা,
পাখায় বাজায়
তার ভিখারির বীণা,
মাধবীবিতানে
বায়ু গন্ধে বিভোল।
দ্বার খোল্, দ্বার খোল্॥
ওরে গৃহবাসী
খোল্,
দ্বার খোল্,
লাগল যে দোল।
স্থলে জলে বনতলে
লাগল যে দোল।
দ্বার খোল্,
দ্বার খোল্
ওরে গৃহবাসী.
Random Song Lyrics :
- fra konge te narr - einherjer lyrics
- эмигрант (emigrant) (песня про арчи) - babangida lyrics
- cosmic monsters inc. [dvd][live] by white zombie - white zombie lyrics
- 사귈래 말래? (will you be my girlfriend?) [future bass remix] - m.o.n.t (korea) lyrics
- in those jeans - radio edit - ginuwine lyrics
- sprekelescene - neo ex lyrics
- see the day - monster mike lyrics
- real muthafucka - rich boy lyrics
- disrupt - sinisphere lyrics
- maahi diyaan jhokaan - barkat jamal fakir troupe lyrics