
bristir jole bhijechi - james lyrics
Loading...
বৃষ্টির জলে ভিজেছে
ছিড়েছে তোমার শেষ চিঠিটা
অজানায় হারিয়েছে চিঠির কথা।
কি করে জানাবো বলো
হয়নি জানা ছেড়া চিঠির কথা।
ঠিকানা বদল হয়েছে তোমার
তাই ফিরে আসে চিঠি আমার
আমিতো আছি আগের ঠিকানায়
আসে না কেন চিঠি তোমার।
অজানা কত প্রশ্ন ছিলো
উত্তর তুমি পাওনি যার
সেই ক্ষোভে ভুলো না আমায়
এখনো আছি চিঠির প্রতীক্ষায়।
Random Song Lyrics :
- orange selecta - kaaris lyrics
- when you realize - rainezra lyrics
- shop idk - nicopatty lyrics
- oh lets do it freestyle - hot sizzle lyrics
- the gentleman is a dope (remastered) - lisa kirk lyrics
- que seria de mi - divozoficial lyrics
- ya no quiero llorar - los tucanes de tijuana lyrics
- holy ghost - ellie blackout lyrics
- таблетка 2 (pill 2) - zloyparen lyrics
- harmonica man - fraidy-dogs lyrics