
mugdho - jay das & as omix lyrics
Loading...
[chorus]
তুমি সকালের রোদের আলো
আমি রাতের ছায়া, কি কালো!
তোমার কারণে আমি তো মুগ্ধ
আর তো কারো নেই এমন সৌন্দর্য!
[verse 1]
হৃদয়ের মেলায় ভেসে বলো কতো গল্প
পাহাড় চূড়ায় বসে দেখো কতো স্বপ্ন
যে তুমি সারাদিন
[pre*chorus]
অন্ধকারে তোমার আলো খুঁজি
নীরব চাঁদের তুমি তো চামেলি
নিজের মতো স্বাধীন
[chorus]
তুমি সকালের রোদের আলো
আমি রাতের ছায়া, কি কালো!
তোমার কারণে আমি তো মুগ্ধ
আর তো কারো নেই এমন সৌন্দর্য
তোমার মতো
[verse 2]
কোথায় আবার গেলে
আমাকে না বলে?
দেখি মাঝে মাঝে
ফিরে কী তাকালে?
কারণ, আলো ছাড়াতো আঁধার অর্থহীন!
[pre*chorus]
অন্ধকারে, তোমার আলো খুঁজি
নীরব চাঁদের, তুমি তো চামেলি
নিজের মতো স্বাধীন
[chorus]
তুমি সকালের রোদের আলো
আমি রাতের ছায়া, কি কালো!
তোমার কারণে আমি তো মুগ্ধ
আর তো কারো নেই এমন সৌন্দর্য
তোমার মতো!
Random Song Lyrics :
- vii - the moms (punk) lyrics
- 2am - s jones lyrics
- god-shaped hole - 2010 version - plumb lyrics
- en timme försent - lasse stefanz lyrics
- blackmarket blues - real lies lyrics
- bestie (english version) - jay park lyrics
- brush yo teeth - the former fat boys lyrics
- mis & fjams - humme & solo solito lyrics
- radio sexe - ism, kametocorp lyrics
- 怨人~祭り囃子を添えて~ - neco(ne-co...) lyrics