
ami tomar songe bedhechi amar pran - jayati lyrics
Loading...
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে–
তুমি জান না, আমি তোমারে পেয়েছি অজানা সাধনে॥
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে–
সে সাধনায় মিশিয়া যায় বকুলগন্ধ,
সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ–
তুমি জান না, ঢেকে রেখেছি তোমার নাম
রঙিন ছায়ার আচ্ছাদনে॥
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে–
তোমার অরূপ মূর্তিখানি
ফাল্গুনের আলোতে বসাই আনি।
অরূপ মূর্তিখানি
বাঁশরি বাজাই ললিত-বসন্তে, সুদূর দিগন্তে
সোনার আভায় কাঁপে তব উত্তরী
গানের তানের সে উন্মাদনে॥
তুমি জান না, আমি তোমারে পেয়েছি অজানা সাধনে॥
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে–
Random Song Lyrics :
- 有你我不怕 (i'm not afraid of you) - by2 lyrics
- drag 'em to hell - unaverage gang lyrics
- dirty 38 - no savage lyrics
- keep it together - chimmychains lyrics
- rascunho - rubinger lyrics
- don't wanna - haim lyrics
- lovable - anoushka shankar lyrics
- miragem (part. djodje) - rapaz 100 juiz lyrics
- skeletons - mission lyrics
- can't help feeling in love - alaina castillo lyrics