
ei pagol ! - joler gaan lyrics
তোমার জন্য আকাশ ভরা তারা
আমায় না হয় খোঁপার ফুলটি দিও
বাউল মনের আকুল করা সুরে
এই পাগলের ভালোবাসা টুকু নিও
এই পাগলের ভালোবাসা টুকু নিও
তোমার মেঠো পথের বাঁকে
নয়ন সুখে ঘাট
তোমার মেঠো পথের বাঁকে
নয়ন সুখে ঘাট
ছড়ানো ঝরাফুল
তোমার মেঠো পথের বাঁকে
নয়ন সুখে ঘাট
তোমার মেঠো পথের বাঁকে
নয়ন সুখে ঘাট
ছড়ানো ঝরাফুল
আমি বিনিসুতায় গাঁথি মালা
হোক আরেকটি ভুল
আমি বিনিসুতায় গাঁথি মালা
হোক আরেকটি ভুল
রঙ্গিলা বাতাসে উড়াও- মেঘে উত্তরীয়
লীলুয়া বাতাসে উড়াও- দীঘল উত্তরীয়
এই পাগলের ভালোবাসা টুকু নিও
এই পাগলের ভালোবাসা টুকু নিও
তোমার জন্য আকাশ ভরা তারা
আমায় না হয় খোঁপার ফুলটি দিও
বাউল মনের আকুল করা সুরে
এই পাগলের ভালোবাসা টুকু নিও
এই পাগলের ভালোবাসা টুকু নিও
তোমার মেঠো পথের বাঁকে
নয়ন সুখে ঘাট
তোমার মেঠো পথের বাঁকে
নয়ন সুখে ঘাট
ছড়ানো ঝরাফুল
আমি বিনিসুতায় গাঁথি মালা
হোক আরেকটি ভুল
আমি বিনিসুতায় গাঁথি মালা
হোক আরেকটি ভুল
রঙ্গিলা বাতাসে উড়াও- মেঘে উত্তরীয়
লীলুয়া বাতাসে উড়াও- দীঘল উত্তরীয়
এই পাগলের ভালোবাসা টুকু নিও
এই পাগলের ভালোবাসা টুকু নিও
প্রিয়তমা
ওগো প্রিয়
এই পাগলের ভালোবাসা টুকু নিও
তুমি, এই পাগলের ভালোবাসা টুকু নিও
Random Song Lyrics :
- gang bangin’ (mr. clean, the middle man) - gucci mane lyrics
- took my juul - lil applesauce :0 lyrics
- red eye - squirgray lyrics
- gunga (feat. fisha price) - lil' rio lyrics
- beautiful things (cor fijneman remix) - andain lyrics
- tropical jamming - a.b.osman,a.b.osman,a.b.osman lyrics
- don't pick it up - logan brill lyrics
- nossa casa - milionário e josé rico lyrics
- hold me down - the natural profane lyrics
- beautiful tree by rain perry - rain perry lyrics