
abar dekha holey - kaaktaal lyrics
[verse 1]
সেই bus stop*এ আবার
মোহময়ী সন্ধ্যার ফাঁকে
চকচকে magazine
আয়না হবে
দু’চোখ বুজে মিলে ভুলে
দু’টো শুকনো লাল গোলাপ
মিশে যাবে রাজপথে
গভীর ঘুমে
পথিক থেমে আছে
কোনো বদ্ধ নর্দমায়
জমাট বাঁধা
অলস গুমোট সময়
বছর পাঁচেক ঘুমের শেষে
হয়ত রোদেলা এক সকাল জাগবে
আশ্চর্য নিরাসক্ত মায়া বাঁধনে আবদ্ধ
চেনা বৃত্তের আবর্তে আবারও
[chorus]
আবার দেখা হলে
মিলিয়ে নিও মনের ছবি
শুনেছি বদলে গেছে
জানি বদলায়নি বুকের খাঁচায়
উদাস নীলাভ পাখি
আবার দেখা হলে
বোলো, “কেমন আছো তুমি?”
শুনেছি বদলে গেছ
জানি বদলায়নি বুকের খাঁচায়
উদাস নীলাভ পাখি
লুকিয়ে আজো গাইছে নীরবে
লুকিয়ে আজো গাইছে*
[violin solo + background chorus]
আবার দেখা হলে
মিলিয়ে নিও মনের ছবি
শুনেছি বদলে গেছে
জানি বদলায়নি বুকের খাঁচায়
উদাস নীলাভ পাখি
আবার দেখা হলে
বোলো, “কেমন আছো তুমি?”
শুনেছি বদলে গেছ
জানি বদলায়নি বুকের খাঁচায়
উদাস নীলাভ পাখি
[verse 2]
কোনো মাঝরাতে হঠাৎ হাওয়ায়
ছায়াপথ চিঠি পাঠায়
নিঃশব্দের ভাষায়
সেই গান শুনে ভুলে যাওয়া
যত শুকনো পায়ের ছাপ
পথের গায়ে পড়ে থাকা
আমিও শুনি
শোনে নীলাভ পাখি
আমিও শুনি
শোনে নীলাভ পাখি
হয়তো তুমিও
আশ্চর্য নিরাসক্ত মায়া বাঁধনে আবদ্ধ
চেনা বৃত্তের আবর্তে আবারও
আশ্চর্য নিরাসক্ত মায়া বাঁধনে আবদ্ধ
চেনা স্তদ্ধ মুহূর্তে আবারও
[chorus]
আবার দেখা হলে
মিলিয়ে নিও মনের ছবি
শুনেছি বদলে গেছে
জানি বদলায়নি বুকের খাঁচায়
উদাস নীলাভ পাখি
আবার দেখা হলে
বোলো, “কেমন আছো তুমি?”
শুনেছি বদলে গেছ
জানি বদলায়নি বুকের খাঁচায়
উদাস নীলাভ পাখি
লুকিয়ে আজো গাইছে নীরবে
লুকিয়ে আজো গাইছে*
[outro]
আবার দেখা হলে
মিলিয়ে নিও মনের ছবি
শুনেছি বদলে গেছে
জানি বদলায়নি বুকের খাঁচায়
উদাস নীলাভ পাখি
আবার দেখা হলে
বোলো, “কেমন আছো তুমি?”
শুনেছি বদলে গেছ
জানি বদলায়নি বুকের খাঁচায়
উদাস নীলাভ পাখি
জানি বদলায়নি বুকের খাঁচায়
উদাস নীলাভ পাখি
জানি বদলায়নি বুকের খাঁচায়
উদাস নীলাভ পাখি
জানি বদলায়নি বুকের খাঁচায়
উদাস নীলাভ পাখি
লুকিয়ে আজো গাইছে নীরবে
লুকিয়ে আজো গাইছে*
আবার দেখা হলে
মিলিয়ে নিও মনের ছবি
Random Song Lyrics :
- dead friends - rich the kid lyrics
- runaway - felix cartal lyrics
- soloboybryson - the race - soloboybryson lyrics
- sabogal - odio a botero lyrics
- i will speak - silaji omar saidio lyrics
- a thousand arms - the burial (band) lyrics
- va bene (paroles/lyrics) - l'algérino lyrics
- sauna - dean winter lyrics
- diabet - hatal kayber lyrics
- emo gang - lil ravioli lyrics