
chorki - kaaktaal lyrics
Loading...
আমাকে চাদরে মুড়িয়ে আদরে
জোছনার বর্ষায় ভেজাতে নিয়ে যাও
নীলচে সাগরের তীরঘেঁষা বালুতে
মিথ্যে স্বপ্নের প্রাসাদ বানাতে দাও
বাড়তে দাও বুনো ঝোঁপের মতোন করে
শুকিয়ে যেতে দাও ফুল যেমন ঝরে।
আমাকে চাদরে মুড়িয়ে আদরে
জোছনার বর্ষায় ভেজাতে নিয়ে যাও;
নীলচে সাগরের তীরঘেষা বালুতে
মিথ্যে স্বপ্নের প্রাসাদ বানাতে দাও;
সকালের আলোতে ঘাসভরা সবুজে
হামাগুড়ি হুড়োহুড়ি গড়াগড়ি খেতে দাও।
বাড়তে দাও বুনো ঝোঁপের মতোন করে
শুকিয়ে যেতে দাও ফুল যেমন ঝরে
গভীর হতে দাও আমার গভীরে
রাতের সাথে অন্ধকার যেমন বাড়ে।
Random Song Lyrics :
- fighting bull - sea wolf lyrics
- respect - steffan lyrics
- october: written in the stars - tim myers lyrics
- my demons (spanish version) - starset lyrics
- a rua - jao lyrics
- monologue - boulah lyrics
- horchata - super king reza & groovebox lyrics
- swimming lessons - camp claude lyrics
- new adam new eve - embrace (uk) lyrics
- diguedin - les charbonniers de l'enfer lyrics