
mon aamar (maati s1) - karan kanchan, nikhita gandhi & roshni saha lyrics
[verse 1: nikhita gandhi]
ওরে মন রে তুই কিসের টানে
বিষাদ আনিস চোখের পানে
যা গেছে থাক
তা আর ফিরে না চাইলি
নতুন এ জন্ম হোক তোর এই গানে
ওরে মন রে তুই কিসের টানে
বিষাদ আনিস চোখের পানে
যা গেছে থাক
তা আর ফিরে না চাইলি
নতুন এ জন্ম হোক তোর এই গানে
[bridge: nikhita gandhi]
না*না*না*না, না*না*না*না
না*না*না*না, না*না*না*না
না*না*না*না, না*না*না*না
না*না*না*না, না*না*না*না
[pre*chorus: nikhita gandhi]
এ মন আমার ভাঙার পরে
আমায় নিয়ে খেলার পরে
বাকি আর, রইল কি আর
মনে ওঠে প্রশ্ন হাজার
আমার আকাশ ধূসর করে
হাতছানিতে মায়া ভরে
ভেজালি দু’চোখ আমার
পুড়ে ছাই হৃদয় আমার
[chorus: nikhita gandhi]
মন আমার
মন আমার
মন আমার
মন আমার
মন আমার
i can’t see
no more
[verse 2: nikhita gandhi]
আমার শরীরে আছে কত কত কত দাগ
নতুন কোনো ব্যথা আর ভয় দেখায় নাই, নাই
মরে যাওয়া যাক বলে বেঁচে থাকার পরেও
এ কথা টাও আর ভয় দেখায় নাই
আমার মন আছে প্রতিবাদের বিক্ষোভ
নরম সহজ কথা আর আবেগে জড়ায় নাই
মন আমার শরীরের আজ হলো চুক্তি
কালো আঁধার রাত আর দুঃস্বপ্ন দেখায় নাই
[bridge: nikhita gandhi]
না*না*না*না, না*না*না*না
i can see that you’re taking me for granted
না*না*না*না, না*না*না*না
i can’t take anymore
না*না*না*না, না*না*না*না
i can see that you’re taking me for granted
না*না*না*না, না*না*না*না
i can’t take anymore
oh*oh*oh
[outro: nikhita gandhi]
এ মন আমার ভাঙার পরে
ভাঙার পরে
Random Song Lyrics :
- deine liebe und du - fuzzman lyrics
- 2017 bet hip-hop awards cypher - 6lack lyrics
- serpenti - clavdio lyrics
- came with the game - tec & maine musik lyrics
- l'inizio - deadey lyrics
- sunshine - jxn lyrics
- chore sucze - pikers & young igi lyrics
- supa fly - ygtut lyrics
- kein zurück - sweetboyblondey lyrics
- burn it down - tre fixx lyrics