
amar shotto - karnival lyrics
Loading...
[verse 1]
তোমার স্পর্শে এ স্বপ্ন
সত্যের পথে এগিয়ে যাচ্ছে
তোমার স্মৃতি আমায় দিচ্ছে
আমার সত্য
[chorus]
আমি বেঁচে আছি, তোমার স্পর্শে
তুমি আমার সত্য
আমি ভালোবাসি তোমায়
তুমি আমার
[instrumental break]
[verse 2]
জানালার ফাঁকে স্বচ্ছ এ আকাশ
তারাগুলো মুচকি হাসছে
মিষ্টি বাতাসে নাড়া দিচ্ছে হৃদয়
আজ আবার
[chorus]
আমি বেঁচে আছি তোমার স্পর্শে
তুমি আমার সত্য
আমি ভালোবাসি তোমায়
তুমি আমার
[guitar solo]
[chorus]
আমি বেঁচে আছি তোমার স্পর্শে (স্পর্শে)
আমি ভালোবাসি তোমায়
তুমি আমার
ও তুমি আমার
Random Song Lyrics :
- queen - 8yeo lyrics
- get rhythm in your feet - benny goodman lyrics
- cierra’s interlude - jhonte lyrics
- problem - apsilon lyrics
- don't call me back later - audrey sherman lyrics
- it's too late - gospelbeach lyrics
- aquiles - wiranda johansen lyrics
- daydream - arya & blankfaces lyrics
- что я хочу! (what i want!) - krestall / courier, митро (mitro) & yumagucci lyrics
- 4u - kristo blanc lyrics